অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে আইপিএলের কল্যাণে!
গেল বছর ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। অজিদের এই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের নেপথ্যে হাত আছে ভারতেরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। এরপর টানা দশ ম্যাচ জিতে চলে গিয়েছিল ফাইনালে। তবে চূড়ান্ত লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভারত। ২৪০ রান তোলে সর্বসাকুল্যে, ম্যাচটা হারে ৬ উইকেটের বিশাল ব্যবধানে।
সেই বিশ্বকাপটা অজিরা জিতেছে আইপিএলে কারণে। কেন? জবাবটা দিলেন ওয়ার্নার। তিনি বলেন, ‘আমরা আইপিএল খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।’
ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। সেটাও অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছিল বলে মনে করছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘আমাদের কিছু হারানোর ছিল না। ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভাল করে চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন একটা মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম। বুকের উচ্চতায় বল করছিলাম। ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম মেলবোর্নকে মাথায় রেখেই। সেই কারণে সহজে দু’রান নিতে পারছিলাম।’
তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপটা ঝড়েবকে জিতে যায়নি। ওয়ার্নার জানালেন, তার দলজিতেছে পরিকল্পনা কাজে লাগিয়ে। তিনি বলেন, ‘আমাদের দল খুবই অভিজ্ঞ। যে ভাবে খেলব ভেবেছিলাম, ঠিক সে ভাবেই খেলতে পেরেছি। কারণ আমরা উইকেটটা বুঝতে পেরেছিলাম।’
এবার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও নিশ্চয়ই এমন কিছুর পুনরাবৃত্তিই চাইবেন ওয়ার্নার!