বাবর টানা তিন ছক্কা মারতে পারবেন না, বিশ্বাস সাবেক পাক ক্রিকেটারের

বাবর টানা তিন ছক্কা মারতে পারবেন না, বিশ্বাস সাবেক পাক ক্রিকেটারের

টি-টোয়েন্টি তো বটেই, ক্রিকেট বিশ্বেরই সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই পাকিস্তানকে নেতৃত্ব দিতে চলেছেন। 

তবে এই বিশ্বকাপের আগে বাবরের ব্যাটিংকে রীতিমতো শূলে চড়িয়েছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার বাসিত আলী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি টানা তিন বলে ছক্কা হাঁকানোর উন্মুক্ত চ্যালেঞ্জ জানিয়েছেন পাক অধিনায়ককে।  

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এবারও শুরু হয়ে গেছে আবার। বিশ্বকাপে আসা বিশ দলের অধিনায়কের মধ্যে বাবরের স্ট্রাইক রেট দশম ‘সেরা’। 

সে কারণেই হয়তো, সাবেক পাকিস্তান ক্রিকেটার রীতিমতো চ্যালেঞ্জই করে বসলেন বাবরকে। বাসিত আলী তার ইউটিউবে এটাও জানিয়েছেন, এমন কিছু করতে পারলে ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেবেন তিনি।  

তিনি বলেন, ‘যদি বাবর আজম সেরা দলগুলোর বিরুদ্ধে পরপর তিন বলে তিন ছয় মারতে পারে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব।’ তবে সেজন্যে একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিরুদ্ধে টানা ৩টে ছয় মারলে হবে না, ক্রিকেট বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে মারতে হবে।’ 

তিনি‌ আরও যোগ করেন, ‘যদি ও (বাবর) এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, তা হলে ও বলুক যে এই চ্যালেঞ্জটা বাবর বাস্তবে করে দেখাবে। আর যদি এই বারের বিশ্বকাপে এই পরপর তিন ছক্কা মারতে না পারে, তা হলে আর ওর ওপেন করা ঠিক হবে না।’

সম্পর্কিত খবর