বিশ্বকাপের আগে চোটগ্রস্ত অধিনায়ক, চিন্তিত নন কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি নেই এক মাসও। ২০ দল নিয়ে হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর সামনে রেখে দলগুছানোর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দলের কোচরা। সেখানে চোটগ্রস্ত অজি অধিনায়ক মিচেল মার্শ। বিশ্বকাপের আগে দলপতির এমন চোট চিন্তার খোরাক যে কোনো কোচের জন্যই। তবে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সেই চিন্তা নেই। তিনি বিশ্বাস করেন ঠিক সময়ের মাঠে পাবেন অধিনায়ককে।
গত মাসের শুরুতে আইপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মার্শ। এরপর দেশে ফিরে যান। ভাবা হচ্ছিল এই চোট সারিয়ে পুনরায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে ধারণার চেয়ে বেশি সময় লেগে যাওয়ায় শেষ পর্যন্ত আইপিএলে ফেরা হয়নি তার। এদিকে বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৫ মে ক্যারিবিয়ান অঞ্চলে রওনা হবে অজিরা। সেখানে অনুশীলন ক্যাম্প করবে। অথচ যে এই পুরো দলকে নেতৃত্ব দেবেনই তিনিই ভোগছেন চোটে।
মার্শের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চওয়া হয়েছিল ম্যাকডোনাল্ডের কাছে। উত্তরে তিনি বলেন, ‘সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে বোলিং করতে দেখতে পাবেন না। সে বোলিংয়ে ফিরতে পারে সম্ভবত আমাদের চলে যাওয়ার এক সপ্তাহ আগে। তারপরে আমরা যখন সেখানে পৌঁছব তখন তিনি সে হয়তো বল করতে সক্ষম হবেন। আর তাছাড়া আমাদের স্কোয়াডে কিছু অলরাউন্ড রয়েছে। যা আমাদেরকে ভালো কভারেজ দেয়।’
মার্শের চোট নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘তার পুনরুদ্ধার সম্ভবত হ্যামস্ট্রিংয়ের পিছনে প্রত্যাশার চেয়ে কিছুটা ধীর ছিল। তবে আমরা এখন প্রচুর সময় পেয়েছি তাকে আইপিএল থেকে বাদ দেওয়ায়। প্রথম খেলা মাঠে গড়ানোর এখনও এক মাস বাকি। তাই তার জন্য প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় আছে। তবে অধিনায়ককে দেখতে পেলে সত্যিই ভালো হতো।’