খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে বাংলাদেশ
ব্যাট হাতে মোটেও সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। সেই তিনি এদিন ব্যাট হাতে নেমে পেয়ে যান প্রথম বলেই বাউন্ডারি। দুর্দান্ত শুরু যাকে বলে। তবে সেই শুরুটা লিটন ধরে রাখতে পারলেন না। চাপ নিলেন। ইনিংসের চতুর্থ ওভারে ব্লেসিং মুজারাবানিকে স্কুপের পর স্কুপ খেলার ব্যর্থ চেষ্টা করলেন। দুটি বলে ব্যর্থ হলেও চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না লিটন।
একবার না পারিলে দেখ শতবার যেন সেই জেত চেপে বসেছিল লিটনের মাঝে। লিটনকে অবশ্য শতবার চেষ্টা করতে হয়নি। তৃতীয়বারের চেষ্টাতেই ব্যাটে বল লেগেছে। আর সেই বলে লিটন নিজেই নিজেকে আউট করেছেন। আত্মহুতি যাকে বলে আর কি। লিটন ১৫ বলে করলেন ১২ রান। এরপর উইকেটে এসে অধিনায়ক নামজুল শান্ত ফিরলেন ৪ বলে ৬ রান করে। ৪.৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেই বাংলাদেশের। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৩ রান। উইকেটে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। এই দুই তরুণের কাঁধে বাংলাদেশকে শক্ত ভিত পাইয়ে দেওয়ার কঠিন দায়িত্ব।
এদিন লিটন-শান্ত ফেরার পর তানজিদ তামিম ছিলেন উইকেটে। তাকে নিয়েই বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে তিনি দায়িত্ব নিলে তো? ২২ বলে ২১ রান করে সাজঘরের পথ ধরেছেন। বড় সংগ্রহের পথে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। সেখান থেকে কত দূর টেনে নিতে পারবেন হৃদয়-জাকেররা সেদিকেই তাকিয়েই এখন বাংলাদশের সমর্থকরা।