ধুঁকছে জিম্বাবুয়ে, সিরিজ জয়ের পথে বাংলাদেশ
সিরিজ নিশ্চিত করার ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এই পুঁজি খুব একটা কঠিন না হলেও জিম্বাবুয়ের জন্য যথেষ্টই বলা চলে। কেননা, সিরিজের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই যে নূন্যতম ১৪০ রানও করতে পারেনি দলটি। এ ম্যাচে তাই জেতা কঠিনই ছিল জিম্বাবুয়ের জন্য। সেই কঠিন পথটা আরও কঠিন হয় পাওয়ার প্লেতে ৩৩ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়ে বসলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৬৫ রান। উইকেটে আছেন মারুমানি ও ক্লাইভ মদন্ডে। দু’জনের ব্যাটেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সফরকারীরা।
আগের দুই ম্যাচের মতো এদিনও জিম্বাবুয়ের শুরুটা হয়েছে ভয়াবহ। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। তবে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মারুমানি। ক্রেইগ আরভিন-সিকান্দার রাজা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সাইফ উদ্দিন-রিশাদ হোসেনদের বোলিং তোপে টিকতে পারেননি উইকেটে।
তাতে জিম্বাবুয়ের বিপদ বাড়ে আরও। তবে এই বিপদের পরও প্রথম ১০ ওভার শেষে একটা জায়গায় বাংলাদেশের চেয়ে এগিয়েই আছে দলটি। বাংলাদেশ যেখানে ৬৩ রান তুলেছিল; সেখানে ২ রান এগিয়ে দলটি। তবে তাদের সমস্যা হলো বাংলাদেশের চেয়ে ১ উইকেট বেশি খুঁইয়ে ফেলেছে দলটি। তবে সেসব ছাপিয়ে এখন একটা জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন মারুমানি ও ক্লাইভ মদন্ডে। কেননা, এই জুটির ওপরই যে নির্ভর করছে দলটির জয় পরাজয়।