বিশ্বকাপের বিমান ধরতে পারবেন তো লিটন?

বিশ্বকাপের বিমান ধরতে পারবেন তো লিটন?

উইকেট বিলিয়ে দিয়ে আসা যাকে বলে, লিটন দাস যেন সেটিই করে দেখালেন আরও একবার। জিম্বাবুয়ে বিপক্ষে সব মিলিয়ে তৃতীয়বারের মতো। একের পর এক সুযোগ পেয়েও লিটন ভাঙতে পারলেন না ব্যর্থতার বৃত্ত। যেন নিজেকেই হারিয়ে বসেছেন এই অভিজ্ঞ ওপেনার।

অথচ একদিন আগেও লিটন দাসের প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছিলেন দলের সহকারী কোচ নিক পোথাস। স্রেফ জানিয়ে দিয়েছিলেন ‘বিশ্বকাপ থেকে মাত্র ১ ইনিংস দূরে লিটন।’ প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে লিটন সেই ইনিংসে করলেন ১৫ বলে ১২ রান। এখন কথা হলো এমন ধারাবাহিক ব্যর্থতার পরও আরও একটা ইনিংস খেলার সুযোগ পাবেন তো লিটন?

সিঙ্গেল ডিজিটে আউট হওয়াটাকে রীতিমতো নিয়মিত কাজে পরিণত করে ফেলেছেন লিটন দাস। চলতি বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্কোরগুলো দেখলে মনে হতে পারে ফোন নাম্বার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন নিজেকে একটু কন্ট্রোলের চেষ্টা দেখিয়েছেন। তবে ২৩ রান করতে বল খেলেছেন ২৫ টা।

তৃতীয় টি-টোয়েন্টিতে এসে নিজেকে কন্ট্রোল করতে গিয়েও পারলেন না। দুইবার স্কুপ খেললেন। ব্যর্থ হলেন। তৃতীয় চেষ্টায় আউট। টানা তিনবার একই ঘটনা। তবে রান তো আসেইনি উল্টো আউট হলেন ১৫ বলে ১২ করে।

চারদিকে লিটনের ফর্ম এবং তার সাম্প্রতিক সময়ের আউটের ধরণ নিয়ে সমালোচনার ঝড়। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও, বাকী দুই ফরম্যাটে তার ওপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। লিটন কী সেটার বরখেলাপ করলেন না? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এমন পারফর্ম্যান্স চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নির্বাচক থেকে শুরু করে কোচিং স্টাফদের কপালে। যার ফলে প্রশ্নও উঠেছে, এমন ফর্ম নিয়ে তাকে বিশ্বকাপের বিমানে উঠানো কতটা যৌক্তিক?

সম্পর্কিত খবর