ভিসা জটিলতায় শঙ্কায় আমিরের আইরিশ সিরিজ
সামনে মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক ইভেন্ট হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল আয়ারল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আজ (বুধবার) সকালেই তাদের ডাবলিনে পৌঁছানোর কথা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। এতে আইরিশদের বিপক্ষে পুরো সিরিজে এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা।
সিরিজটির প্রথম ম্যাচ আগামী ১০ মে। বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে। এতে পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে ভিসা জটিলতায় কাটিয়ে আমিরের যোগ দেওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে ক্ষীণ।
আমিরের ভিসা নিয়ে পাকিস্তান ক্রিকেত বোর্ড জানিয়েছেন, দলের অন্যান্য সদস্যের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন আমির। তবে দলের বাকি সবাই ভিসা পেলেও আটকে যায় আমিরের ভিসা।
ক্রিকেট বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান দলের ম্যানেজমেন্ট বিভাগের মোহাম্মদ ইউসুফের ভিসা দেরীতে অনুমোদন দলেও সময়মত ভিসা হাতে পেয়েছিলেন তিনিও এবং আয়ারল্যান্ডে পাড়ি দিয়েছেন দলের সঙ্গেই।
যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির আয়ারল্যান্ডে যাত্রা এইবারই নতুন না। ২০১৮ সালে আইরিশদের অভিষেক টেস্টে ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই দলের হয়ে সেবার আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন এই তারকা পেসার।
এদিকে আয়ারল্যান্ডে মাটিতে এই সিরিজ শেষ করেই ইংল্যান্ডের পাড়ি জমাবে পাকিস্তান দল। সেখানে চার ম্যাচের আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২০০৯ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা।