শেষ দুই ম্যাচের দলে সাকিব, মুস্তাফিজ ও সৌম্য
ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সাকিব বলেছিলেন, সিরিজের দুই বা তিন ম্যাচে খেলবেন তিনি। এবং সেটি সিরিজের শেষভাগেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষণা করা দলে ছিলেন না সাকিব। তবে ফিরলেন সিরিজের শেষ দুই ম্যাচের ১৫ সদস্যের দলে। এতে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিকে আইপিএল থেকে ফিরে বিশ্রাম শেষে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে চোট থেকে সেরে ওঠা সৌম্য সরকারও আছেন শেষ দুই ম্যাচের এই দলটিতে।
এক বিবৃতিতে আজ (বুধবার) সিরিজের শেষ দুই ম্যাচের দলটি ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। সিরিজের শুরুতে তিন ম্যাচের সেই দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
সামনে ব্যস্ত সূচি থাকায় শরিফুলকে মূলত এই দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে বিসিবি।
সিরিজের শেষ দুই ম্যাচ হবে ঢাকায়। এদিকে চট্টগ্রামের তিন ম্যাচের তিনটিতেই জিতে সিরিজে ৩-০ ব্যবধানে ইতিমধ্যেই জিতে নিয়েছে স্বাগতিকরা। এতে মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের শেষ দুই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার।
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, সাইফ উদ্দিন।