বিশ্বকাপে জ্যোতিদের গ্রুপে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা গ্রুপ ‘এ’-তে
আগামী ৩ অক্টোবর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই হিসেবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল দিন দুয়েক আগেই। এবার চূড়ান্ত হলো তাদের গ্রুপ। দুবাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে স্কটল্যান্ডের মেয়েদের ৬৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী গ্রুপ ‘এ’-এর শেষ দল হিসেবে মূলপর্বে খেলবে তারা। এদিকে স্কটল্যান্ডের জায়গা মিলেছে স্বাগতিক বাংলাদেশের গ্রুপ ‘বি’-তে।
গত ৫ মে বাংলাদেশের এক পাঁচ তারকা অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। সেখানে দুটি গ্রুপে জায়গা দুটি ফাঁকা ছিল কোয়ালিফাই ১ ও কোয়ালিফাই ২ হিসেবে। এবার পূর্ণ হলো জায়গা দুটি।
গ্রুপ ‘এ’- এর পাঁচ দল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এদিকে স্বাগতিক বাংলাদেশ ছাড়া গ্রুপ ‘বি’-এর বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
৩ অক্টোবর মিরপুর হোম অব ক্রিকেটে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। একই দিনে সন্ধ্যা সাতটায় স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ।
১৮ দিনের টুর্নামেন্টটিতে মোট ম্যাচ ২৩টি। ঢাকা ও সিলেটে হবে আসরের সব ম্যাচগুলো। ২০ অক্টোবর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।
এক নজর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি।
৩ অক্টোবর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ঢাকা (বিকেল ৩টা)
৩ অক্টোবর: বাংলাদেশ-স্কটল্যান্ড, ঢাকা (সন্ধ্যা ৭টা)
৪ অক্টোবর: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, সিলেট (বিকেল ৩টা)
৪ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড, সিলেট (সন্ধ্যা ৭টা)
৫ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা)
৫ অক্টোবর: বাংলাদেশ- ইংল্যান্ড, ঢাকা (সন্ধ্যা ৭টা)
৬ অক্টোবর: নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা, সিলেট (বিকেল ৩টা)
৬ অক্টোবর: ভারত-পাকিস্তান, সিলেট (সন্ধ্যা ৭টা)
৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, ঢাকা (সন্ধ্যা ৭টা)
৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-পাকিস্তান, সিলেট (সন্ধ্যা ৭টা)
৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা)
৯ অক্টোবর: ভারত-শ্রীলঙ্কা, সিলেট (সন্ধ্যা ৭টা)
১০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ড, ঢাকা (সন্ধ্যা ৭টা)
১১ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সিলেট (বিকেল ৩টা)
১১ অক্টোবর: পাকিস্তান-শ্রীলঙ্কা, সিলেট (সন্ধ্যা ৭টা)
১২ অক্টোবর: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা)
১২ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা (সন্ধ্যা ৭টা)
১৩ অক্টোবর: পাকিস্তান-নিউজিল্যান্ড, সিলেট (বিকেল ৩টা)
১৩ অক্টোবর: ভারত-অস্ট্রেলিয়া, সিলেট (সন্ধ্যা ৭টা)
১৪ অক্টোবর: ইংল্যান্ড-স্কটল্যান্ড, ঢাকা (বিকেল ৩টা)
১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, সিলেট (সন্ধ্যা ৭টা)
১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা (সন্ধ্যা ৭টা)
২০ অক্টোবর: ফাইনাল, ঢাকা (সন্ধ্যা ৭টা)