‘পরিবারকে সময় দিতে’ বিশ্রাম পেলেন শরিফুল
শরিফুল ইসলাম শেষ কিছু দিন ধরেই আছেন আগুনে ফর্মে। গেল বিশ্বকাপের পর থেকে ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক, যেখানেই খেলেছেন দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। সেই তিনি এবার জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচেও পারফর্ম করেছেন বেশ।
শেষ দুই টি-টোয়েন্টির দল থেকে অবশ্য তাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার কারণ বিশ্রাম। প্রায় আট মাস ধরে টানা খেলার মধ্যেই আছেন শরিফুল। টানা খেলার অবসাদ থেকে মুক্তি দিতে তো বটেই, নির্বাচকরা তাকে শেষ দুই টি-টোয়েন্টির দলে রাখেননি মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যও।
এ বিষয়ে আজ এক ভিডিওবার্তায় নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য। মুস্তাফিজ যখন ভারত থেকে এসেছে, তখন তার সঙ্গেও আমরা একই কাজ করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘শরিফুল আর মুস্তাফিজের পরিবর্তনের কারণ হচ্ছে, শরিফুল অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে আছে, হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছে বেশ কিছু, প্রিমিয়ার লিগ খেলেছে। তাই ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে। যেন ও পরিবারকে সময় দিতে পারে, নিজেও একটু বিশ্রাম পায়।’
মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলে এসেছেন। দীর্ঘ দিন ধরে তিনিও আছেন খেলার মধ্যে। সামনে বিশ্বকাপও আছে। সেই ভাবনায় তার সামনেও বিশ্রামের সুযোগ দেন নির্বাচকরা। মুস্তাফিজ সে বিশ্রামটা নেন সিরিজের প্রথম অংশে। তা কাটিয়ে শরিফুলের জায়গায় এবার দলে ফিরেছেন বাঁহাতি এই পেসার।
আব্দুর রাজ্জাকের ভাষ্য, ‘মুস্তাফিজের ব্যাপারটাও একই রকম ছিল। অনেক দিন ধরে পরিবার থেকে বাইরে ছিল। যদিও এগুলো ওর সঙ্গে কথা বলেই করা হয়েছে। আমরা ওর কাছে জানতে চেয়েছিলাম ওকে বিশ্রামটা কখন দেবো, আগে না পরে, ও বলেছে আগে নিয়ে একেবারে খেলে চলে যাই।’