ম্যাচ না খেলে বাদ আফিফ-ইমন, যা বলছে বিসিবি
দীর্ঘ বিরতির পর সাকিব আল হাসান ফিরে এসেছেন স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন তিনি। তার সঙ্গে ফিরেছেন চোট কাটিয়ে আসা সৌম্য সরকারও।
তবে দেশের ক্রিকেটের দুই তারকাকে জায়গা করে দিতে দল থেকে কাউকে জায়গা ছেড়ে দিতেই হতো। তাদের সুযোগ করে দিতে বাদ পড়েছেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করা আফিফ হোসেন আর পারভেজ হোসেন ইমন।
সৌম্য সরকারকে জায়গা করে দিতে পারভেজের বাদ পড়া প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘সৌম্য সরকার যেহেতু চোটের মধ্যে ছিল, ও এখন ফিট। তো ওকে আমরা ম্যাচ সিচুয়েশনে দেখতে চেয়েছিলাম যে ও কী অবস্থায় আছে। সে কারণে আসলে পরিবর্তনটা আনা হয়েছে। যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি। তবে সে কিন্তু আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’
সাকিব আল হাসান দীর্ঘ ছুটির পর ফিরেছেন জাতীয় দলে। তবে তাকে জায়গা দিতে গিয়ে আফিফ জায়গা হারিয়েছেন দল থেকে। এরপরও তিনি আছেন টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই। জানালেন আব্দুর রাজ্জাক, ‘সাকিব ছুটিতে ছিল। সেখান থেকে আসার পর ডিপিএল খেলেছে। আমাদের চিন্তা ছিল বিশ্বকাপে যাওয়ার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটো টি-টোয়েন্টির জন্য আমরা আগে থেকেই তাকে চিন্তা করে রেখেছিলাম। এটা হচ্ছে আফিফ আর সাকিবের পরিবর্তনের পেছনের কারণ। আফিফের ক্ষেত্রেও সেই একই বিষয়। যারাই এখানে টি-টোয়েন্টির দলে আছে, তারাই আমাদের সিস্টেমের মধ্যে আছে। যদিও সবাইকে সব সময় সুযোগ দেওয়া যায় না।’