শাস্ত্রীর চোখে ভারতের ট্রাম্পকার্ড যে দুজন
আগামী ২ জুন মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে শিরোপার লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হবে ২০টি দল। ভারত সেই শিরোপার অন্যতম দাবীদার। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে তুরুপের তাস হবেন কে, কিংবা দলের পারফরম্যান্স কেমন হতে পারে; তাই নিয়ে চলছে কাটাছেড়া। সেই কাটাছেড়ায় শরিক হলেন ভারতের সাবেক কোচ রবির শাস্ত্রী। জানালেন তার চোখে কোন দুই ক্রিকেটার হতে যাচ্ছেন ভারতের ট্রাম্পকার্ড।
শাস্ত্রী অবশ্য পুরনো বা অভিজ্ঞদের নিয়ে বাজি ধরলেন না। হাঁটলেন নতুনদের নিয়ে। জানালেন তার চোখে যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে হতে পারে বিশ্বকাপে ভারতের প্রধান হাতিয়ার। এই দু’জনই আবার খেলছেন নিজেদের প্রথম বিশ্বকাপ।
এই দু’জনের একজনকে প্রথমে বেছে নিয়েছেন শাস্ত্রী। তাকে নিয়ে শুনান আশার বাণি। বলেন, ‘বিশ্বকাপে আপনাকে যে দুজন ভদ্রলোকের ওপর চোখ রাখতে হবে, তাদের দুজনেই বাঁ-হাতি, দুজনেই তাদের প্রথম বিশ্বকাপ খেলছেন। একজন হলেন জয়সওয়াল। আমরা তার সম্পর্কে অনেক কিছু জানি, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অত্যন্ত ভাল করেছিলেন। বাঁহাতি দারুণ ব্যাট চালান, সে তরুণ এবং নির্ভীক এবং সে শট খেলবে।’
শাস্ত্রী তার দ্বিতীয় ট্রাম্পকার্ড হিসেবে বেছে নিয়েছেন চলমান আিইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা শিবম দুবেকে। যিনি চলতি আইপিএলে এখন পর্যন্ত ২৬টি ছক্কা হাঁকিয়েছেন। মিডল অর্ডারে হয়ে উঠেছেন চেন্নাইয়ের প্রধান অস্ত্র। তাকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘মিডল অর্ডারে একজান আছে, দয়া করে তার দিকেও খেয়াল রাখুন, কারণ সে বিস্ফোরক, সে বিধ্বংসী এবং সে একজন ম্যাচ উইনার। সে মজা করার জন্য ছক্কা মারে। আর যদি স্পিন বোলিংয়ের কথা আসে, সে আপনাকে মেরে ফেলতে পারে।’