মুস্তাফিজ যা পাননি, লিটল তা পেলেন

মুস্তাফিজ যা পাননি, লিটল তা পেলেন

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জশ লিটল। তবে দলের অন্যতম সেরা এই পেসারকে বিশ্বকাপের প্রস্তুতিমূলক দুটি সিরিজে পাবে না আয়ারল্যান্ড। লিটল যেন আইপিএলে তার দল গুজরাটের সঙ্গে শেষ ম্যাচ পর্যন্ত থাকতে পারেন, সেজন্য তাকে প্রলম্বিত ছুটি দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ এবং নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে আইরিশদের। আইপিএলের জন্য এই দুটি সিরিজ থেকে ছুটি পেয়েছেন লিটল।

গত শনিবার (৪ মে) আইপিএলের চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামেন লিটল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

গত বছর বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সিরিজের জন্য মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছিল লিটলকে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের সুযোগ পাওয়ার হিসাব-নিকাশে সে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল। তাই এবার তাকে পুরো টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ অবশ্য আইপিএলে নিজেদের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিরিয়ে এনেছে। গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলে দেশে ফেরেন মুস্তাফিজ। কয়েকদিনের বিশ্রাম শেষে এখন মাঠে নেমে পড়তে তৈরি এই বাঁহাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির দলে ডাক পড়েছে তার।

সম্পর্কিত খবর