জাতীয় দলে ফিরতে মরিয়া রোমান সানা
বাংলাদেশে আর্চারির যে পরিচিতি, তার সিংহভাগ এসেছে তার হাত ধরে। সেই রোমান সানা অভিমান করে মাসকয়েক আগে অবসর নিয়ে নিয়েছিলেন জাতীয় দল থেকে। এরপর নানা ঘটনা ঘটেছে। শেষমেশ রোমান তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনে ক্ষমা চেয়ে চিঠিও দিয়েছেন তিনি।
জাতীয় দলে ফিরতে রোমান সানার চিঠি পাওয়ার কথাটি জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, রোমানের চিঠি পাওয়ার বিষয়টি অফিস থেকে জানতে পেরেছেন তিনি।
তবে সে বিষয়টা দেখবেন খোদ ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম। যদিও চপল জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে নির্বাহী সভার পর। তিনি বলেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’
রোমান ২০২২ সালে সতীর্থের সঙ্গে অসদাচারণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। এরপর জাতীয় দলে ফিরলেও পারফর্ম্যান্স আশানুরূপ ছিল না। এমনকি জাতীয় সার্কিটেও তিনি ছিলেন নিস্প্রভ।
জাতীয় দলে জায়গা পেতে হলে ট্রায়ালের মধ্য দিয়ে আসতে হতো। জাতীয় দল থেকে অবসরের ঘোষণার আগে সেই ট্রায়ালেও উপস্থিত ছিলেন না। যে কারণে জাতীয় দলেও আর জায়গা হয়নি তার। এরপর অবসর কাণ্ড, পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার আবারও জাতীয় দলে ফিরে আসতে চান আর্চারির এই তারকা।