রিংকুর জাতীয় দলের দরজা খোলা ও বন্ধ, দুটোতেই কেকেআর
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দিয়েই ভারত জাতীয় দলে পা রেখেছিলেন রিংকু সিং। এরপর টি-টোয়েন্টিতে হয়ে গিয়েছিলেন দলের নিয়মিত সদস্যও। স্বপ্ন দেখছিলেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার। তবে তার আগেই বাদ পড়লেন তিনি। যার কারণটাও এই আইপিএল।
এবার বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ফিনিশার রিংকু সিংয়ের। যার দায়টা কেকেআর টিম ম্যানেজমেন্টকে দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটিতে থাকা অশোক মালহোত্রা। কেকেআরে তাকে তেমন সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
রিংকুর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না হওয়া নিয়ে মালহোত্রা বলেন, ‘আমি এর জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টকে দায়ী করব। গত বছর সে দলের নায়ক ছিল। আর এই বছর সে তেমন ব্যাট করার সুযোগই পায়নি। আর যখন সুযোগ পেয়েছে তখন সে পারফর্ম করেনি। কারণ সে তার ফর্ম হারিয়ে ফেলেছে। সে এখন ভালো ছন্দে নেই।’
তিনি আরও বলেন, ‘গত বছর সে মজা করতে করতে রান করেছে। আর এবার সে সংগ্রাম করছে। কারণ টুর্নামেন্টের অর্ধেকটা সময় চলে গেলেও খুব একটা ব্যাট করার সুযোগ পায়নি সে। আর এর জন্য আমি কেকেআরকেই দুষব। কারণ তারা তাকে যথেষ্ট সুযোগ করে দেয়নি।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন রিংকু। ফিনিশার হিসেবে যেখানে তার রান ৩৫৬। স্ট্রাইক রেট ১৭৬.২৩। এমন পরীক্ষিত একজনকে রিজার্ভে না রেখে ১৫ জনের স্কোয়াডে রাখা যেত বলে মনে করেন মালহোত্রা। বলেন, ‘আইপিএলের এমন পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকরা তাকে রিজার্ভে রেখেছেন। যদিও তিনি মূল স্কোয়াডে থাকার যোগ্য ছিলেন। কারণ তিনি এমন একজন ক্রিকেটার যিনি শেষদিকে ব্যাট করতে পারেন। সেই সঙ্গে একজন দুর্দান্ত ফিনিশার হতে পারেন। আর তাছাড়া আমরা সবাই জানি সে কী করতে পারে।