জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম্যান্সের সুফল পেলেন তাসকিন-মেহেদী
বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজ। তাতে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ। ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে গেছে স্বাগতিকরা। এই সিরিজে দারুণ পারফর্ম্যান্সের সুফল পেলেন তাসকিন আহমেদ আর শেখ মেহেদী হাসান। আজ হালনাগাদ হওয়া আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।
চলমান জিম্বাবুয়ে সিরিজে বল হাতে বেশ ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের শীর্ষ ছয় উইকেট শিকারীর চার জনই বাংলাদেশের। তাসকিন আহমেদ ৬ উইকেট নিয়েছেন ৮.৮৩ গড়ে। যার ফলে ছয় ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ২৬তম অবস্থানে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এটাই তার ক্যারিয়ার-সেরা রেটিং।
মেহেদী হাসানও ৬ ধাপ এগিয়ে এসেছেন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে চলে এসেছেন ২২তম অবস্থানে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি আছেন ভালো অবস্থানে। ৫ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ৬৯তম অবস্থানে।
ব্যাটারদের মধ্যে এই সিরিজে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন তাওহীদ হৃদয়। ৩ ম্যাচে ১২৭ রান করে তিনি আছেন সিরিজের সেরা রান সংগ্রাহকের দৌড়ে। ২৩ বছর বয়সী এই ব্যাটার র্যাঙ্কিংয়ের সেরা ১০০র বাইরে থেকে চলে এসেছেন ৯০তম স্থানে। একই তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ এগিয়েছেন দুই ধাপ, তিনি আছেন ৮১তে। শীর্ষে আছেন সূর্যকুমার যাদবই।