‘স্কুপ’ লিটনের কাছে ওটাই আদর্শ শট
লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না লিটন দাস। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে। তবে টি-টোয়েন্টিতে তার ওপর আস্থা রেখেছে দল। রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। যেখানে পারফর্ম করলে কোনো রকম বিতর্কে না পড়েই বিশ্বকাপের বিমান ধরবেন তিনি। তবে সেটা আর তিনি হতে দিলেন কই। ২০ দলের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা না হওয়া তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের তিনটিই ব্যর্থ তিনি।
সবশেষ ম্যাচে তার আউটের ধরন হয়েছে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। টানা দুই বল স্কুপ করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরও তৃতীয় বলে একই শট খেলতে গিয়েছেন তিনি। তবে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙা হয়নি তার। তৃতীয়বারের চেষ্টায় লিটনকে ফিরতে হয়েছে সাজঘরে। নিজেই নিজের স্টাম্প ভেঙেছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে ব্যাপক সমালোচনা। লিটন নিজে এই শটকে কীভাবে দেখছেন। তার কি জেদ চেপে গিয়েছিল স্কুপ খেলতেই হবে।
এমন প্রশ্নের উত্তরে লিটন বললেন, ‘না তেমন কিছু নয় (জোর করে স্কুপ মারা)। আমার কাছে মনে হয়েছিলো ওটাই আমার কাছে আদর্শ (বিকল্প)। এজন্য আমি এটা চেষ্টা করেছি। দেখেন ব্যাটে লেগে স্টাম্পে লেগেছে। এটা যদি ওদিক দিয়ে চলে যেত তাহলে বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের একটা অংশ। একটা ব্যাটারের এরকম হবেই। কোন সময় ভালো শট খেলেও আউট হয়ে যাবেন। কোন সময় খারাপ খেলেও রান পেয়ে যাবেন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।’
সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না লিটনের। সমালোচনার এই জবাবটা দিতে হবে লিটনকেই। আর সেটা ব্যাট হাতেই। তাই সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন তিনি। বলেন, ‘চেষ্টা করছি, যদিও হচ্ছে না। পরিশ্রম করছি। এমন না যে পরিশ্রম করছি না। অনেক সময় আপনি পরিশ্রম করবেন, কিন্তু ক্রিকেট তো এটা, তাই হতেই পারে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন না। চেষ্টা করছি। অবশ্যই আমার ভালো করা উচিত। দেখা যাক আরও দুটো ম্যাচ আছে। আমি যেভাবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করি, সেভাবেই খেলছি। আশা করি সামনেই আমার ব্যাট হাসবে।’