১২ রানে অলআউট, জাপানের নতুন কীর্তি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের সেরা ২০ এর বাইরের দলগুলো একে অপরের মুখোমুখি হওয়া মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। আজ যেমন হলো। নতুন ক্রিকেট খেলুড়ে দেশ মঙ্গোলিয়ার মুখোমুখি হয়ে তাদের ১২ রানে অলআউট করে দিল জাপান। গড়ে ফেলেছে প্রতিপক্ষকে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট করার রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে গেল এশিয়ান গেমস দিয়ে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। সেই দেশটা আজ মাত্র তাদের ইতিহাসের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল। তাদের বিপক্ষে জাপান আজ শুরুতে ব্যাট করে ৭ উইকেট খরচায় ২১৭ রানের পাহাড় গড়ে।
জবাবে মঙ্গোলিয়া ১২ রানেই অলআউট হয়। জাপানের ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার ৭ রানে ৫ উইকেট নেন। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আজ মঙ্গোলিয়ার দুটি করে উইকেট নেন আবদুল সামাদ ও মাকোতো তানিয়ামা। মঙ্গোলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তুর সুমায়া, তিনি করেন ১১ বলে ৪ রান। সবচেয়ে বেশি বল খেলেছেন ওপেনার নামস্রাই বাত-ইয়ালালত, ইনিংস সর্বোচ্চ ১২ বল খেলেন তিনি। ৮.২ ওভার খেলে ১২ রান তুলতেই ১০ উইকেট খুইয়ে বসে মঙ্গোলিয়া।
এরপরও অবশ্য তারা ‘বিশ্বরেকর্ড’ গড়তে পারেনি। সেটা দখলে আছে আইল অফ ম্যানের। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটা।