নারী ক্রিকেটের সবচেয়ে বুড়ো সেঞ্চুরিয়ান এখন আতাপাত্তু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নাম লেখিয়ে ফেলেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। তবে এই ম্যাচটা বিশেষভাবে মনে রাখবেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটা যে এই ম্যাচে নিজের করে নিয়েছেন তিনি!
স্কটল্যান্ডের বিরুদ্ধে চামারি ৬৩ বলে ১০২ রান করেন। মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির নজির গড়েছেন তিনি। এই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ৩৪ বছর ৮৮ দিন।
তাতেই তিনি ভেঙে দিয়েছেন তানজানিয়ার ফাতুমা কিবাসুর রেকর্ড। কাতারের বিরুদ্ধে কিবাসু ৩৩ বছর ৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
দেশের হয়ে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৫৭ রান করেছেন চামারি। দু’টি সেঞ্চুরির পাশাপাশি বল হাতেও ভালো পারফর্ম করে চলেছেন তিনি। তার ঝুলিতে আছে ৪৮টি উইকেটও। ওয়ানডে ক্রিকেটে ১০১টি ৯টি সেঞ্চুরি এবং ১৬টি ফিফটিসহ ৩৫১৩ রান করেছেন।