এক সপ্তাহেই রাজনীতি ছাড়লেন পানেসার

এক সপ্তাহেই রাজনীতি ছাড়লেন পানেসার

ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলে খ্যাতি অর্জন করেছেন মন্টি পানেসার। সেই খ্যাতিই কাজে লাগাতে চেয়েছিলেন রাজনীতির মাঠে। যোগ দিয়েছিলেন রাজনৈতিক জোট ওয়ার্কার্স পার্টিতে। তাকে জনসম্মুকে পরিচয়ও করিয়ে দিয়েছিল গ্রেট ব্রিটেনের প্রধান জর্জ গ্যালোওয়ে। তবে সেই ভার বইতে পারলেন না তিনি। হাঁপিয়ে উঠেছেন এক সপ্তাহেই। এরপর সরে দাঁড়ালেন রাজনীতির মাঠ থেকে।

আসন্ন সংসদ নির্বাচনে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের ইলিং সাউথল থেকে প্রার্থী করা হয়েছিল পানেসারকে। এই দলে যোগ দেয়ার পর ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে লেখা এক কলামে পানেসার শ্রমিকদের কণ্ঠস্বর হতে চেয়েছিলেন। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমারানের খানের মতো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখে ফেলেছিলেন। তবে সেই স্বপ্ন ভাঙতে সময় লাগেনি তার।

এক সপ্তাহের ব্যবধানে এক টুইট বার্তায় রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দেন পানেসার। যাতে তিনি লিখেছেন, ‘ব্রিটেনের একজন নাগরিক হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি এখন অন্যদেরও সহায়তা করতে চাই। তবে আমি বুঝতে পারছি যে, রাজনীতিতে আমি এখনো নতুন। রাজনীতির মাধ্যমে কীভাবে মানুষকে সাহায্য করা, সেটা আমি এখনো হাতেকলমে শিখছি।’

রাজনীতি থেকে অব্যাহতি নিলেও পরবর্তীতে আবারও ফেরার ইঙ্গিত দিয়েছেন পানেসার। তবে সেবার আরও পরিণত হয়ে ফিরতে চান তিনি। বলেন, ‘আজ আমি সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি। সবকিছু শুনতে, শিখতে এবং আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় এমন রাজনৈতিক ঠিকানা খুঁজে পেতে আরও সময় লাগবে।’

সম্পর্কিত খবর