১৬৬ রানের লক্ষ্যে ৫৮ বলেই পৌঁছে গেল হায়দরাবাদ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫৮ এএম | ০৯ মে, ২০২৪

একের পর এক রেকর্ড গড়তে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ, এমনটা পণ করেই যেন এবারের আইপিএল আসর শুরু করেছে তারা। প্রথমে আইপিএলের ইতিহাসে দলীয় মোট রানের রেকর্ড, এরপর গতরাতে প্রথম উইকেট পার্টনারশিপে চলতি আইপিএলে সর্বোচ্চ রানের নজির গড়ে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নিল তারা।

বুধবার রাতে নিজেদের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল হায়দরাবাদ। দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা। এতে পয়েন্ট তালিকার সুবিধাজনক অবস্থান দখল করে নিল প্যাট কামিন্সের দল।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক কে এল রাহুল। টপ অর্ডার তেমন ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও মিডল অর্ডারে ব্যাট হাতে নামা নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনি ছিলেন দুর্দান্ত। তাদের ব্যাট চড়ে নির্ধারিত ওভার শেষে দলীয় ১৬৫ রানে থামে লক্ষ্ণৌয়ের ইনিংস।

হায়দরাবাদের দুই ওপেনার বরাবরের মতোই দুর্দান্ত দুইজন ব্যাটার এর নজির চলতি আসরে এর আগেও দেখা গেছে। তবে এই রাতে তারা এভাবে গর্জে উঠবেন তা হয়ত কল্পনাও করেননি লক্ষ্ণৌয়ের বোলাররা।

প্রথম বল থেকেই ঝোড়ো ব্যাটিং প্রদর্শন শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার। কোনোভাবেই যেন তাদের থামানো গেল না। দশ ওভার পূর্ণ হওয়ার দুই বল আগেই ১৬৬ রানের লক্ষ্য টপকে যান তারা। এই জয়ের পর পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো হায়দরাবাদ, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে ছয়ে আছে লক্ষ্ণৌ।

হায়দরাবাদের এই জয়ের পর আইপিএলের চলতি আসরে আনুষ্ঠানিকভাবে প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে বাদ পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্টের সঙ্গে নবম স্থানে আছে তারা, বাকি ম্যাচগুলো জিতলেও শীর্ষ চারে উঠার আর কোনো সম্ভাবনাই নেই তাদের।

সংক্ষিপ্ত স্কোরঃ

লক্ষ্ণৌঃ ১৬৫/৪ (২০ ওভার); আয়ুশ ৫৫*, পুরান ৪৮*; ভুবনশ্বর ২-১২, কামিন্স ১-৪৭।

হায়দরাবাদঃ ১৬৭/০ (৯.৪ ওভার); হেড ৮৯*, অভিষেক ৭৫; গৌতম ০-২৯, বিশণই ০-৩৪।

ফলাফলঃ হায়দরাবাদ ১০ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচঃ ট্র্যাভিস হেড।

খেলার দুনিয়া | ফলো করুন :