রিয়ালের সুপার সাব হোসেলু 

রিয়ালের সুপার সাব হোসেলু 

গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে পাড়ি জমান করিম বেনজেমা। আর এতেই দলের ফরোয়ার্ড বিভাগ শক্তিশালী করতে স্পেনের দ্বিতীয় সারির ক্লাব এস্পানিওল থেকে লোনে হোসেলুকে দল ভেড়ায় রিয়াল। এস্পানিওলের হয়ে গত মৌসুমে ১৭টি গোল করেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এবার রিয়ালের হয়েও এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে সমান ১৭টি গোল করেছেন হোসেলু। এর মধ্যে ৩০ ম্যাচেই ‘সাব’ বা বদলি হিসেবে নেমেছেন তিনি। তবে গত রাতের চ্যাম্পিয়নস লিগের সেমির ফিরতি লেগে হোসেলু যা করে দেখিয়েছেন এরপর তার নামের পাশে এটি অনায়াসেই জুড়ে যাবে, ‘সুপার সাব’। 

এর আগে ২০২১/২২ মৌসুমে সেমির ফিরতি লেগে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে বদলি হিসেবে নেমে জোড়া গোল করে জয়ের নায়ক বনে গিয়েছিলেন রদ্রিগো। এদিকে এবারের সেমির আগের লেগে বায়ার্নের মাঠে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এতে আরও একবার তাই রদ্রিগো-ভিনিসিয়ুস বা তরুণ বেলিংহামের ম্যাজিকের দিকেই চেয়ে ছিল রিয়াল। তবে তাদের ছাপিয়ে লোনে আসা এক ফুটবলারের ম্যাজিকে উদযাপনে মাতল পুরো সান্তিয়াগো বার্নাব্যু। 

রদ্রিগো-ভিনিসিয়ুসরা শুরু থেকেই অবশ্য খেলছিলেন দাপুটে ফুটবল। গোলের লক্ষ্যে একের পর এক নিচ্ছিলেন দারুণ এক শট। তবে বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নৈপুণ্যে একটি শটও খুঁজে পাচ্ছিল না জালের ঠিকানা। ম্যাচের ৮১তম মিনিটে আক্রমণের মাত্রা বাড়াতে ফেদে ভালভার্দেকে তুলে হোসেলুকে নামান কার্লো আনচেলত্তি। ম্যাচের ৮৭তম মিনিট পর্যন্তও ১-০ ব্যবধানে এগিয়ে বায়ার্ন। তবে কী বাভারিয়ানদের হাতেই তুলে দিতে হবে জয়? 

সেসব শঙ্কা ছাপিয়ে শেষ তিন মিনিটে এমন কিছুর জন্য যেন প্রস্তুত ছিল না রিয়ালও। ফেরার প্রত্যাশা হয়তো ছিল। তবে সেটি আসবে হোসেলুর পায়ে এটি ভেবেছিল বা কয়জন? ৮৮তম মিনিটে ভিনিসিয়ুস সোজাসুজি এক শট ধরতে গিয়ে হাত ফসকে যায় নয়্যারের। সেখানে সুযোগ পেয়ে কোনো ভুল না করে বল জালের ঠিকানায় পৌঁছে দেন হোসেলু।

১-১ সমতায় ফিরল রিয়াল। দুই লেগ মিলিয়েও সমতা ৩-৩ এর। তবে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিয়ে যেতে হলো না। সমতায় ফেরার দুই মিনিট পরেই আরও একটি গোল করে বসেন হোসেলু। তাও আবার নাটকীয়তার মধ্যে দিয়ে। বল জালের জড়ানোর সঙ্গেই বেজে উঠল অফ-সাইডের বাঁশি। তবে ভিএআরের পর্যবেক্ষণের পর গোল পায় রিয়াল। আর তাতেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের এবং রেকর্ড ১৮ বারের মতো ফাইনালে পৌঁছায় তারা। 

হোসেলুর এমন পারফর্মের পর সবাই যে বন্দনায় মাতবে এটাই তো স্বাভাবিক। রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম তার সতীর্থকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার মনে হয় না সে (হোসেলু) আজ রাতে খুব একটা ঘুমাবে। সে সবকিছুর যোগ্য। পুরো মৌসুমেই সে দলের অসাধারণ এক সদস্য ছিল। এই রাতটি তার।’

এদিকে নিজের এমন পারফর্ম যেন বিশ্বাস করতে পারছে না হোসেলু নিজেও। ম্যাচ শেষে তিনি বলেন,  ‘সবসময়ই আপনি এমন ধরণের পারফরম্যান্সের স্বপ্ন দেখেন।  তবে আমার সেসব স্বপ্নগুলো এটির (গত রাতের ম্যাচ) বড় নয়।’ 

সম্পর্কিত খবর