রাহুলের ওপর চটলেন লক্ষ্ণৌ মালিক, ভাইরাল নেট দুনিয়ায় 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৪৫ পিএম | ০৯ মে, ২০২৪

আইপিএলে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আসরে হায়দরাবাদের ফর্ম বিবেচনায় লক্ষ্যটা সহজের কাতারেই ছিল। তবে দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মার তাণ্ডবে স্রেফ ৯ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় অরেঞ্জ আর্মি খ্যাত দলটি। ১০ উইকেটে ও ৬২ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে তারা। অর্থাৎ, খেলেনি ইনিংসের অর্ধেক বলও। তবে হায়দরাবাদের এই অবিশ্বাস্য জয় ছাপিয়ে যে বিষয়টি গতকালের ম্যাচ শেষের পর এসেছে সবচেয়ে বেশি আলোচনায়, সেটি লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল ও ফ্রাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কার আলাপচারিতা। 

গতকালের ম্যাচ শেষের পর ভিডিও ও স্থিরচিত্র, দুই মাধ্যমেই রাহুলের সঙ্গে সঞ্জীবের সেই কথোপকথনের মুহূর্তটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে স্বাভাবিকভাবে ম্যাচ নিয়েই কথা হচ্ছিল দুজনের মধ্যে। এবং সঞ্জীবের কথা বলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল এমন হতাশাজনক হারে বেশ ক্ষুব্ধ তিনি এবং কোনো একটি সূত্র ধরে রাহুলের সঙ্গে নন একমত।  

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব ভারতের বিলিয়নিয়ারদের মধ্যে অন্যতম একজন। যার সম্পদের আর্থিক মূল্য প্রায় ২৯ হাজার ২১১ কোটি ভারতীয় রুপি। 

গতকাল বোলিংয়ে হতশ্রী পারফর্মের আগে ব্যাট হাতেও ছন্দে ছিলে না লক্ষ্ণৌ। টপ-অর্ডারদের ব্যর্থতায় ১১ ওভার ২ বলে ৬৬ রানেই তারা হারায় ৪ উইকেট। অধিনায়ক রাহুল খেলেন ৩৩ বলে ২৯ রানের ওয়ানডে মেজাজের ইনিংস। পরে নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনির ৯৯ রানের জুটিতে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা। 

পরে শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন হেড ও অভিষেক। পাওয়ার প্লেতেই তোলেন ১০৭ রান। পরে বাকি ৫৯ রান ২২ রান তুলে ফেলে তারা। ২৮ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন অভিষেক। এদিকে হেড ৩০ বলে করেন ৮৯ রান।  

খেলার দুনিয়া | ফলো করুন :