‘আমার যতটুকু মনে আছে তার পুরোটাই আপনি’

‘আমার যতটুকু মনে আছে তার পুরোটাই আপনি’

মুশফিকুর রহিমকে দেখেই তার ক্রিকেটার হওয়ার ইচ্ছেটা জেগেছিল। জন্মস্থান জেলা একই বগুড়া হওয়ায় মুশফিককে দেখেই স্বাভাবিকভাবেই তার জাতীয় দলে খেলার স্বপ্ন জাগে। বলছিলাম তাওহিদ হৃদয়ের কথা। দেশের সময়ের অন্যতম এই ব্যাটার ক্রিকেটীয় অনুপ্রেরণার পুরোটা জুড়েই ছিলেন মুশফিক। তার এই আইডল, মি. ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উইকেটরক্ষক ব্যাটারের আজ ৩৭তম জন্মদিন। 

যাকে দেখা ক্রিকেট বোঝা, ক্রিকেটের প্রতি ভালোলাগা, ক্রিকেটার হওয়ার ইচ্ছা তার জন্মদিনটা কিছুটা বাড়তি স্পেশালই হওয়ারই কথা। আজ (বৃহস্পতিবার) সকালেই তাই নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে মুশফিককে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। 

সেই পোস্টে হৃদয় লিখেছেন, ‘একজন মানুষের কতোটুকু স্মৃতি মনে থাকে জানিনা, তবে আমার যতটুকু মনে আছে তার পুরোটাই আপনি!’

অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার পর মুশফিকের কাছ থেকে ব্যাট উপহার পেয়েছিলেন হৃদয়। সেই ব্যাট দিয়ে হাঁকিয়েছিলেন ছক্কাও। প্রথমবারের মতো নিজ আইডলের থেকে ব্যাট উপহার পাওয়া এবং সেটি ছুঁয়ে দেখাও যেন হৃদয়ের কাছে ছিল অনেক আবেগের। এই স্মৃতিগুলো মনে করে সেই পোস্টে হৃদয় আরও লিখেছেন, ‘প্রথম আপনাকে টিভিতে দেখা, প্রথম আপনাকে সরাসরি দেখার উম্মাদনা কিংবা প্রথম আপনার ব্যাট ছুঁয়ে দেখা। আমার অনুপ্রেরণা আপনি, ভালো লাগার সংজ্ঞা আপনি, চলার পাথেয় আপনি। শুভ জন্মদিন ভাই।’ 

১৯৮৭ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে এই ডানহাতি ব্যাটারের। অভিষেক টেস্টেই লর্ডসের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের খেতাবও পেয়েছিলেন। 

টি-টোয়েন্টি অবসর নিলেও ওয়ানডে ও টেস্টে নিয়মিত মুখ মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে ৪৬১ ম্যাচে করেছেন ১৪ হাজার ৯৬৮ রান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় তার ওপরে আছেন কেবল তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তার রান ১৫ হাজার ১৯২।

সম্পর্কিত খবর