রেকর্ড রানের পর এবার হায়দরাবাদের রেকর্ড ছক্কা
টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ যেন নতুন করে লিখছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ব্যাকরণে একটাই শব্দ ‘মারো মারো এবং মারো’। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের বিপক্ষে মাঠে নামতে হবে ভাবলেই, প্রতিপক্ষের বোলার ও অধিনায়কের গলা শুকিয়ে কাঠ।
পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালসের পর এবার হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবের সামনে পড়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলাররা। তাতে অবস্থা যা হওয়ার তাই হয়েছে। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৬৫ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারেই টপকে গেছে হায়দরাবাদ।
এমন ম্যাচে আরও এক নতুন রেকর্ড গড়েছে হায়দরাবাদ। পুরো ইনিংসে ১৪ টি ছক্কা হাঁকিয়ে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড দলকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৮৭ রানের পর এবার রেকর্ড ৪৬টি ছক্কা হায়দরাবাদের দখলে। আগের যেই রেকর্ডটি ছিল ১৪৬ ছক্কার। ২০১৮ আইপিএলে এই রেকর্ড গড়েছিল চেন্নাই সুপার কিংস।
তবে মাজার ব্যাপার হলো, লিগ পর্বে এখনও দুই ম্যাচ বাকি হায়দরাবাদের। নিশ্চিত হয়ে গেছে দলটির প্লে অফ খেলাও। সেখানে জিতলে ফাইনাল ম্যাচও পাবে তারা। অর্থাৎ হায়দরাবাদের এই ছক্কার রেকর্ড যে কত উঁচুতে গিয়ে থামবে সেটাই এখন দেখার। অবাক হওয়ার থাকবে না ডাবল সেঞ্চুরি হাঁকালেও।
কেননা, দলটির তিন ব্যাটার, অভিষেক, হেড ও হেনরিক ক্লাসেন যে দলকে টানছেন সে পথেই। তিনজন মিলেই ১৪৬ ছক্কার মধ্যে ৯৭টি মেরেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৩৫টি ছক্কা অভিষেক শর্মার একাই। যা এবারের আইপিএলেই সর্বোচ্চ। অন্যদিকে হেড আর ক্লাসেনের ছক্কার সংখ্যা সমান ৩১টি করে। কাজেই সামনের ম্যাচগুলোতে এই তিনজন জ্বলে উঠলে এই ছক্কার সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।
হায়দরাবাদরে তাণ্ডবের দিনে দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার ছক্কার সাক্ষী হয়েছে আইপিএল সমর্থকরা। সবমিলিয়ে ১৩,০৭৯ বলে ১০০০ ছক্কা হয়েছে এবার। এর আগে ২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। যা ছিল সবচেয়ে দ্রুততম এক হাজার ছয়ের রেকর্ড।