শুরুর বিপাকের পর লড়ল নেদারল্যান্ডস

শুরুর বিপাকের পর লড়ল নেদারল্যান্ডস

সেই পুরোনো গল্প আরও এক বার। ঠিক যেন নেদারল্যান্ডসের দক্ষিণ আফ্রিকা ম্যাচের পুনরাবৃত্তি। শুরুতে অল্পেই অনেকগুলো উইকেট খুইয়ে বসা, এরপর মিডল অর্ডারের জোরে ঘুরে দাঁড়ানো। শেষের ঝড়ে লড়াকু পুঁজি পাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষেও একই রকম অ্যাপ্রোচেই এগোলো ডাচদের ইনিংস। আজ অবশ্য অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস নায়ক নন; আজ নায়ক দুজন, সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখ্ট আর লোগান ফন বাইক। তাদের জোড়া ফিফটিতে চড়েই শেষমেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২৬২ রানের লড়াকু পুঁজি পেয়েছে ডাচরা।

আগের দিন টস হেরেছিলেন, তবে আজ টসে জিতে ব্যাট করারই সিদ্ধান্ত নেন অধিনায়ক এডওয়ার্ডস। তবে আজও শুরুটা হলো ধর্মশালার ওই ম্যাচের মতোই, শুরুতে উইকেট খুইয়ে। দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও'ডাউড সঙ্গে কলিন অ্যাকারম্যানকেও সাজঘরের পথ দেখান একাদশে ফেরা কাসুন রাজিথা।

এরপর তেজা নিদামানুরু ও অধিনায়ক এডওয়ার্ডসও ফেরেন অল্পেতেই। ৫ উইকেট খোয়ানো নেদারল্যান্ডস তখন তিন অঙ্কেও পৌঁছায়নি। দলের এই পরিস্থিতিতে হাল ধরেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট ও লোগান ভন বিক। চাপ সামলে রানের চাকা সচল রেখে এগোতে থাকেন। ৬৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন এঙ্গেলব্রেখ্ট। অবশেষে ৮২ বলে ৭০ রান করা তাকে বোল্ড করে ফেরান মধুশঙ্কা।

লোগান উইকেটে ছিলেন প্রায় শেষ পর্যন্ত। নবম ব্যাটার হিসেবে তিনি যখন ফিরছেন ব্যক্তিগত ৫৯ রানে, তখনই নেদারল্যান্ডস আড়াইশো পেরিয়ে গেছে। এরপর ডাচরা ইনিংস শেষ করে ২৬২ রানে।

সম্পর্কিত খবর