হারলে আবার বলবে ‘জিম্বাবুয়ের সাথে হেরে গেসে’!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:৫৬ পিএম | ০৯ মে, ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জিতে গেছে বাংলাদেশ। তাও আবার সিরিজের দুই ম্যাচ হাতে রেখেই। বিশ্বকাপের আগে এমন ফলাফল অবশ্য দলের পারফর্ম্যান্সের পুরো চিত্রটা তুলে ধরতে পারছে না। ব্যাটিং ঠিকঠাক হচ্ছে না, বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেও সে চাপ ধরে রাখা যাচ্ছে না। 

তবে এসবের পরও বাংলাদেশ সিরিজ জিতে গেছে। সে কারণে প্রশ্নও উঠে যাচ্ছে, এই জয়গুলো ফাঁপা আত্মবিশ্বাস এনে দিচ্ছে না তো দলকে!

তাসকিন আহমেদ অবশ্য সে কথা মানতে নারাজ। তার অভিমত, যে কোনো দলের বিপক্ষে ভালো খেলাটাই আত্মবিশ্বাস দেয়। আর সেটা ভালো ক্রিকেট খেলেই আদায় করে নিতে হয়। আজ সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘ফেক কনফিডেন্স না। ভালো খেলতে পারলে তো যে কোনো জায়গায় কনফিডেন্স বুস্ট আপ হয়। যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হইতো, তাহলে হয়তোবা বেটার হইতো কিন্তু স্টিল আমাদের কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে।’

প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সব ধরনের ক্রিকেটে জিম্বাবুয়ে বাংলাদেশের বেশ চেনা এক প্রতিপক্ষ। তাই বলে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেলে সমালোচনাটাও বেশি হয়, সে কথাও মনে করিয়ে দিলেন তাসকিন। বললেন, ‘যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই, তাহলে কিন্তু আরও অন্য রকম কথা হবে যে, ‘জিম্বাবুয়ের সাথে হারসে’। জিতলে আমরা ক্রেডিটটা কম পাই ছোট দলের সঙ্গে খেললে, হারলে আবার বলবে ‘জিম্বাবুয়ের সাথে হেরে গেসে’! দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক, আমরা চেষ্টা করি সেরাটা দিতেই।’

তবে দলের লক্ষ্যে তাতে ছেদ পড়ছে না, জানালেন তাসকিন। তার অভিমত, দল খেলছে উন্নতিতে চোখ রেখেই। তিনি বলেন, ‘যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক, আমরা চেষ্টা করি সেরাটা দিতেই। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি।’

খেলার দুনিয়া | ফলো করুন :