হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৭ রান

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৭ রান

সিরিজ হার আগে থেকেই নিশ্চিত ছিল। শুরুর চার ম্যাচের চারটিতেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। শেষ ম্যাচে আজ দলের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই।

তার জন্য বাংলাদেশের কাজটা কঠিনই করে তুলেছে ভারত। শুরুতে ব্যাট করে তুলেছে ১৫৬ রান। সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৭ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশের ওপর। পাওয়ারপ্লেতে একটা উইকেট খোয়ালেও ৬ ওভার শেষে তুলে ফেলে ৫১ রান। তখনই আভাস মিলছিল ভারতের বিশাল সংগ্রহের। 

ভারতের এমন ব্যাটিংয়ে বাংলাদেশের অবদানও আছে বেশ। ক্যাচ হাত ফসকে গেছে। এরপর গ্রাউন্ড ফিল্ডিংও হয়েছে যাচ্ছেতাই। ভারতের ব্যাটাররা অনায়াসে উইকেটে থিতু হতে পেরেছেন এ কারণেই। 

তবে স্মৃতি মান্দানা, হেমালতারা ইনিংস বড় করতে পারেননি মোটেও। এরপর একই পথে হাটেন হারমানপ্রীত করও। তিন জনের ইনিংসই শেষ হয়েছে ৩০ এর ঘরে।

এরপরও অবশ্য ভারতকে বড় রানের পথ থেকে সরানো যায়নি। শেষ দিকে রিচা ঘোষের ১৭ বলে ২৮এ ভর করে ভারত তাদের ইনিংস শেষ করে সিরিজ সেরা ১৫৬ রান তুলে। 

এই ম্যাচটা জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৪২। আজ জিততে হলে সেটা টপকে যেতে হবে বাংলাদেশকে।

সম্পর্কিত খবর