শান্তর অধীনে দলের ‘সংস্কৃতি’ বেশ ভালো আছে
বিশ্বকাপের বছরের শুরুতে নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের পূর্ণকালীন অধিনায়ক হয়ে এসেছেন। তবে তার আগে গেল বছর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল তার। এরপর এরপর থেকে এখন পর্যন্ত তার অধীনে বেশ ভালো পারফর্ম করছে দল। এবার অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের নতুন অধিনায়কের।
শান্তর অধীনে এখন পর্যন্ত পূর্ণ দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ড্র করে এসে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে হেরেছে দল। শেষ সিরিজটা থেকে অধিনায়ক শান্তর অধীনে খেলেছেন তাসকিন। এরপর খেলছেন জিম্বাবুয়ে সিরিজে। দুটো সিরিজেই খেলাটা বেশ উপভোগ করেছেন বলে জানালেন তিনি।
বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে শেষ দুটো সিরিজ বেশ উপভোগ করেছি। বাকিরাও হয়তো করছে। ও উন্নতি করছে। ওর ভেতর ওই লিডারশিপ বিষয়টাও আছে।’
দলের সংস্কৃতিও বেশ বদলে গেছে এখন দলের। সংস্কৃতিটা কেমন? তাসকিন বললেন, ‘এখন দলের সংস্কৃতি বেশ ভালো আছে। সবাই চেষ্টা করছে মাঠে, মাঠের বাইরে কীভাবে ৫ শতাংশ আরও বেশি ভালো খেলা যায়। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তুলনায় জেনেটিকালি পাওয়ার আমাদের কিছুটা কম, যেহেতু পাওয়ার ক্রিকেট টি-টোয়েন্টি… কিন্তু কীভাবে আমরা গ্যাপটা ব্যবহার করতে পারি, রান আরও বেশি করা যায়, বোলিংয়ে আরেকটু ভালো করা যায়, সেটা মাথায় রেখে সবাই আমরা উন্নতির চেষ্টা করছি।’
আর এই বদলে যাওয়া সংস্কৃতিতে মূল্যবান অবদান রাখছেন অধিনায়ক শান্ত। তাসকিন আরও বলেন, ‘স্কিলওয়াইজ আমাদের দলের সব খেলোয়াড়ের মার্জিন ১৯-২০। এজন্য আমাদের চেষ্টা হচ্ছে দল হিসেবে আরও ভালো ক্রিকেট খেলা। ওইটাই চেষ্টা যে সবাই কীভাবে নিজেদের জায়গা থেকে ভালো করতে পারে আরও। শান্ত এটাতে অনেক হেল্প করতেছে।’