ম্যাথিউসকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:৫৯ পিএম | ০৯ মে, ২০২৪

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা। ২০১৪ সালের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে খেলবে ওয়ানিন্দু হাসরাঙ্গার অধীনে, তার ডেপুটি হিসেবে আছেন চারিথ আসালঙ্কা। 

১৫ সদস্যের এই দলে আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গেল জানুয়ারিতে তিন বছরের বিরতিতে ম্যাথিউস ফিরে এসেছেন লঙ্কান টি-টোয়েন্টি সেটআপে। এবার তিনি খেলবেন নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৪ সালে জেতা বিশ্বকাপের একমাত্র সদস্য হিসেবে তিনি আছেন এবারের দলে। 

এই দলে আছেন মাথিসা পাথিরানাও। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে তিনি ফিরে এসেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে। তবে চোটগ্রস্থ তাকে রেখেই বিশ্বকাপে যাচ্ছে লঙ্কানরা।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আসন্ন এই বিশ্বকাপের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে বেশ কিছু চেনা নাম অনুপস্থিত। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে ছিলেন, কিন্তু বিশ্বকাপ দলে নেই, এমন ক্রিকেটারই আছেন চার জন্য। তারা হলেন– কুশল পেরেরা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, আবিস্কা ফার্নান্দো। তাদের মধ্যে কুশল পেরেরা ও আবিস্কা ফার্নান্দো বেশ কিছু দিন ধরেই ছিলেন ফর্মহীন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে আগামী ১ জুন। তবে তাতে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ৩ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবারের বিশ্বকাপে লঙ্কানরা আছে বাংলাদেশের গ্রুপে। আগামী ৮ জুন শ্রীলঙ্কার খেলবে নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে। শ্রীলঙ্কার পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নেপাল ও নেদারল্যান্ডস, তাদের বিপক্ষে ১২ ও ১৭ জুন নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক) কুশল মেন্ডিস, পথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশান, দুনিথ ভাল্লালাগে, দুষ্মন্ত চামেরা, নুয়ান তুষারা, মাতিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা।

ভ্রমণ রিজার্ভ: অসিথা ফার্নান্দো, বিজয়কান্ত বিয়াস্কান্ত, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে

খেলার দুনিয়া | ফলো করুন :