লিটনের জায়গায় ফিরছেন সৌম্য?
শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডেতে মাথায় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এরপর থেকেই তিনি ছিলেন মাঠের বাইরে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে তিনি অবশেষে ফিরে এসেছেন স্কোয়াডে। কাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ঢুকে পড়তে পারেন স্কোয়াডেও।
তার সম্পর্কে আপডেটটা সংবাদ সম্মেলনে দিয়ে গেলেন তাসকিন আহমেদ। বললেন, ‘সৌম্য ভাই শেষ কিছু দিনে ভালো ট্রেইনিং করছে। আমি যতটুকু দেখে বুঝলাম, সে খেলার জন্য ফিট। এই কারণেই দলেও আছে। প্রত্যেকটা দল ঘোষণার আগে মেডিক্যাল ট্রেইনার প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে ফিডব্যাক দেয়। খেলবে কি খেলবে না, তা নিয়ে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। তবে আমি সিউর যে সে ফিট আছে।’
ফিট সৌম্যর দেখা মিলল প্রেস কনফারেন্স রুমের বাইরেও। ব্যাটিং অনুশীলন করলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করলেন ব্যাটিংয়ে। এক ফাঁকে তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে তার সঙ্গে আবারও কথা বলতে দেখা যায় কোচ হাথুরুকে।
এরপর পালা আসে বোলিংয়ের। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে মিলে পেস বোলিংটাও ঝালিয়ে নেন তিনি। মাঝে ফিল্ডিং অনুশীলনের পর মিরপুরের সেন্টার উইকেটে তিনি পাওয়ার হিটিং অনুশীলনও করেছেন। ম্যাচের ঠিক আগের দিন এমন তৎপরতা ইঙ্গিত দিচ্ছে তার একাদশে ফেরার।
তবে তিনি একাদশে ফিরলে কেউ একজনকে জায়গা ছেড়ে দিতে হবে। ওপেনার সৌম্যর জন্য বাদ পড়তে হতে পারে লিটনকে। তার সাম্প্রতিক ফর্ম এমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শেষ ম্যাচে যেভাবে স্কুপ করতে গিয়ে আউট হলেন, তার পর তো অবশ্যই। শেষ দুই ম্যাচে তাই বিশ্রাম পেতে পারেন তিনি। তারই জায়গায় একাদশে ঢুকতে পারেন সৌম্য।