সিরিজ জেতা শেষ, এখন কী লক্ষ্য বাংলাদেশের?
‘অধিনায়ক হিসেবে আমার প্রধান লক্ষ্য সিরিজটা জেতা’ – সিরিজ শুরুর আগে সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই সিরিজ এখনই শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচ দুটো এখনও বাকি। তারই প্রথমটায় কাল মুখোমুখি হবে দুই দল।
অধিনায়ক শান্ত যে প্রশ্নের জবাবে কথাগুলো বলেছিলেন, সে প্রশ্নটা ছিল বিশ্বকাপের আগে কোনো পরীক্ষানিরীক্ষা হবে কি না দলে, তা নিয়ে। প্রথম তিন ম্যাচে বাংলাদেশ হেঁটেছে তাদের স্বাভাবিক প্রক্রিয়াতেই। প্রথম দুই ম্যাচ একই দল নিয়ে, এরপর তৃতীয় ম্যাচে দলে এসেছে দুটো পরিবর্তন। সিরিজটা তখনই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
তবে এবার আবার প্রশ্নটা ধেয়ে এল দলের দিকে। সিরিজ জেতা তো হলো, শেষ দুই ম্যাচে তাহলে দলের লক্ষ্যটা কী দাঁড়াবে? তাসকিন আহমেদ জানালেন, সে লক্ষ্যটা খুব একটা বদলে যাবে না দলের। বললেন, ‘লক্ষ্যটা তো একই। যেখানে নামি, যার বিপক্ষে খেলতে নামি। সর্বপ্রথম লক্ষ্য থাকে জেতার।’
তবে এরপরই জানালেন, এখন মঞ্চটা আসলে নতুন কোনো স্কিল থাকলে তাকে ম্যাচ পরিস্থিতিতে বাজিয়ে দেখার। বললেন, ‘আসলে আমাদের প্রত্যেক খেলোয়াড়ের আলাদা আলাদা ভূমিকা আছে। প্রত্যেকে তার ভূমিকা অনুযায়ী খেলার চেষ্টা করে। কখনো বেটার এক্সিকিউট হয়, কখনো হয় না। আমি নিশ্চিত যে সবাই এটাই চেষ্টা করবে। যার যে নতুন স্কিল আছে, প্রত্যেকের সামনে এই দুইটা ম্যাচে সুযোগ সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার।’
তবে ব্যাটিং লাইন আপের জন্য অবশ্য পরিস্থিতিটা বদলে যাচ্ছে না। প্রথম তিন ম্যাচের মতো চতুর্থ ম্যাচটাও ব্যাটিং লাইন আপের ‘ছন্দ খুঁজে ফেরার’ মঞ্চই হয়ে থাকবে।
ব্যাটিং লাইন আপের এমন ব্যর্থতা অবশ্য আর সবার চেয়ে বেশি পীড়া দিচ্ছে দলের খেলোয়াড়দেরই। তাসকিন আহমেদের ভাষ্য, ‘ব্যাটিং যেদিনই খারাপ হয়, বাইরের সবার তুলনায় সবচেয়ে বেশি হতাশ কিন্তু আমরাই হই। কারণ দিনশেষে খেলতে আমাদেরই হয়। আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি, কীভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইম্প্রুভ করা যায়। এটা আমরাও বুঝছি যে আমাদের প্রত্যাশামাফিক শুরুটা হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে।’
তাসকিনের প্রত্যাশা, শেষ দুই ম্যাচে ব্যাটিংয়েও উন্নতি আসবে। তিনি বলেন, ‘আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তো আসলে কোনো কিছুই হাতে নাই! চেষ্টা করে যাচ্ছি, আমি আশা করব সামনে আরও ভালো কিছু হবে, এবং সামনের দুই ম্যাচও আগের তিন ম্যাচের চেয়ে বেটার ব্যাটিং হবে।’