লঙ্কানদের ডাচ চোখরাঙানি
বিশ্বকাপে ইতোমধ্যেই একটা বিস্ময়ের জন্ম দিয়ে ফেলেছে নেদারল্যান্ডস। দিনকয়েক আগে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এবার শ্রীলঙ্কাকেও দিচ্ছে চোখরাঙানি। দিয়েছে ২৬৩ রানের লক্ষ্য। এরপর ১০ ওভার না যেতেই তুলে নিয়েছে দুই উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরুতে বিপাকেই পড়ে যায়। ৯১ রান তুলতেই খুইয়ে বসে ৬ উইকেট। এরপর সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট আর লোগান ফন বাইকের দুই ফিফটিতে চড়ে ২৬২ রানের লড়াকু পুঁজি পায়।
বল হাতে শুরুতেই দলটিকে সাফল্য এনে দেন আরিয়ান দত্ত। ইনিংসের পঞ্চম ওভারে ফেরান কুশল পেরেরাকে। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসকেও সাজঘরের পথ দেখান ওই আরিয়ানই।
দুই কুশলকে হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। রান হয়েছে মোটে ৫২। দক্ষিণ আফ্রিকার পর লঙ্কানদেরও চোখরাঙানি দিচ্ছে ডাচরা।