আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মানরোর
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছে দিনকয়েক আগে। তবে সেখানে ছিল না কলিন মানরোর নাম। এর তিন দিন পর এবার অবসরের ঘোষণাই দিয়ে দিলেন নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ওপেনার।
৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২০ সালে। কোভিড পরবর্তী যুগে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি তার। তবে শেষ কিছু দিন ধরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে যাচ্ছিলেন বেশ। ফলে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার আশাও ছিল তার মনে।
২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকের পর ১২২টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, সঙ্গে খেলেছেন একটি টেস্টও। সাদা বল, বিশেষ করে টি-টোয়েন্টির জন্যই বেশি খ্যাতি ছিল তার। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা ছিল সে সময়ে কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও ছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৬ সালে ১৪ বলে ফিফটি করেছিলেন তিনি। যা এখনও নিউজিল্যান্ডের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড, ও সামগ্রিকভাবে যা চতুর্থ দ্রুততম। দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি, ছিলেন ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলা নিউজিল্যান্ড স্কোয়াডেও।
নিউজিল্যান্ডের জার্সি পরে আর খেলা হবে না তার। বিষয়টি একটি বিবৃতিতে জানিয়েছেন তিনি নিজেই। বলেছেন, ‘আমার শেষ ম্যাচের পর অনেক সময় গড়িয়ে গেছে। তবে আমি কখনোই আমার ফিরে আসার আশা হারাইনি। তার কারণ ছিল আমার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম। তবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলটা ঘোষণা হয়ে যাওয়ার পর এখনই আমার সামনে বিদায় বলার সেরা সময়টা এসে হাজির হয়েছে।’