নতুন কোচের খোঁজে নামছে ভারত
শেষ তিন বছর ধরে ভারতের কোচের পদে আছেন রাহুল দ্রাবিড়। তবে তার মেয়াদ শেষ আসছে জুনেই। তার আগেই নতুন কোচের খোঁজে নেমে পড়ছে ভারত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তিটা আসছে জুনে শেষ বিসিসিআইয়ের। তার সঙ্গে চুক্তি নবায়নের আলাপে যাচ্ছে না ভারতীয় বোর্ড। তবে বোর্ডের বিজ্ঞপ্তির পর রাহুল দ্রাবিড়ও চাইলে আবেদন করতে পারেন কোচ হওয়ার।
জয় শাহ বলেন, ‘রাহুলের মেয়াদ জুনেই শেষ। তবে তিনি যদি আবেদন করতে চান, তাহলেও তিনি করতে পারেন।’ কোচিং স্টাফের অন্য সদস্য হবেন কারা, সেটা নতুন কোচের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে।
নতুন কোচ হিসেবে বিদেশী কারো আসার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না জয় শাহ। তিনি বলেন, ‘নতুন কোচ দেশীয় হবেন না বিদেশী কেউ হবেন তা আমরা এখনই বলতে পারছি না। ওটা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির ওপর নির্ভর করছে।’ ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন কোচের ইঙ্গিতও দিচ্ছে বিসিসিআই।