ভুটান গেল আর্চারি দল
ভুটানে আগামী ১০ থেকে ১২ মে বসতে যাচ্ছে দ্বিতীয় গ্রাঁ প্রিঁর আসর। এতে অংশ নিতে গত রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
এই আসরটি শুধু মাত্র কম্পাউন্ড আর্চারদের নিয়ে মাঠে গড়ায়। এতে অংশ নিতে বাংলাদেশ ৮ সদস্যের দল নিয়ে দেশ ছেড়েছে।
ভুটানের রাজধানী থিম্পুরে অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশের হয়ে খেলবেন তিনজন করে পুরুষ ও নারী আর্চার। তিন পুরুষ আর্চার হলেন– মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা।
তিন নারী আর্চার হলেন– বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও যূথী ইসলাম। তাদের সঙ্গে যাচ্ছেন দুই ট্রেইনার মোহাম্মদ হাসান ও ইমদাদুল হক মিলন। সব মিলিয়ে এই আট জনের বহর গত বৃহস্পতিবার থিম্পুর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আগামী ১২ মে টুর্নামেন্ট শেষে দেশে ফিরবে এই দল।
বাংলাদেশ আর্চারি দল–
কম্পাউন্ড পুরুষ– মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা।
কম্পাউন্ড নারী– বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও যূথী ইসলাম।
ট্রেইনার– মোহাম্মদ হাসান ও ইমদাদুল হক মিলন।