বিপিএলের সময়ে শুরু হবে আইএলটি২০
আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে সাংঘর্ষিক সময়ে শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইএলটি২০। এখানেই শেষ নয়, টুর্নামেন্টটির সূচি সাংঘর্ষিক হবে দক্ষিণ আফ্রিকার এসএটি২০ আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সঙ্গেও।
আজ শুক্রবার টুর্নামেন্টটির সূচি ঘোষিত হয়েছে। সেখানে দেখা গেছে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জানুয়ারি। যা চলবে এক মাস। ৯ ফেব্রুয়ারি হবে এর ফাইনাল, তা দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।
বিগ ব্যাশ, এসএটি২০ কিংবা বিপিএলের কোনোটিরই সূচি ঘোষণা করা হয়নি এখনও। তবে ক্রিকবাজ জানাচ্ছে, ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বিগব্যাশ, ৯-১০ জানুয়ারির দিকে শুরু হবে এসএটি২০। বিপিএলও মাঠে গড়াতে পারে আগামী বছরের জানুয়ারির শুরুর অর্ধেই।
তবে এই সাংঘর্ষিক সূচির খেসারতটা দিতে হতে পারে বিপিএলকেই। কারণ শীর্ষ খেলোয়াড়দের কাছে বিপিএলের চেয়ে আইএলটি২০ই যে বেশি গ্রহণযোগ্য!
এই সূচিতে লাভবান হতে পারেন ক্রিকেটাররা। শেষ কয়েক বছরে ঠাসবুনটের সূচির জন্য পুরো মৌসুমের জন্য চুক্তি না করে নির্দিষ্ট সময়ের জন্য খেলোয়াড়দেরকে দলে টানার পথে যে হাঁটছে ফ্র্যাঞ্চাইজিগুলো! যার ফলে বাড়তি লিগে বাড়তি অর্থলাভের সুযোগ খুলে গেছে শীর্ষ ক্রিকেটারদের সামনে।