সিরিজ জয়ের পর কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

সিরিজ জয়ের পর কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এবার বাকি দুই ম্যাচে নিজেদের আরেকটু স্বস্তি নিয়ে বাজিয়ে দেখতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। সামনেই বিশ্বকাপ। তাতে চোখ রেখে দলের সবার শক্তিমত্তা পরখ করে নেওয়ার সুযোগ চলে এসেছে বাংলাদেশের সামনে।

দীর্ঘ ৫ মাস পর ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট আজ ফিরছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলে গেলেও একটা ম্যাচ হয়নি হোম অফ ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটো ম্যাচ এখানেই। আজ শুক্রবার তার প্রথমটা মাঠে গড়াবে। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সবশেষ ম্যাচের একাদশ থেকে যে দলে পরিবর্তন আসছে, তা নিশ্চিত। সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানকে একাদশে দেখা যাবে আজ থেকে। মুস্তাফিজকে জায়গা করে দিতে তাসকিন আহমেদকে পাঠানো হতে পারে বিশ্রামে। ওদিকে সাকিব ফিরতে পারেন স্পিনার তানভির ইসলামের জায়গায়।

আরও একটা জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে আজ। ওপেনিং জুটিতে বদল আসার সম্ভাবনা দেখা গেছে গতকালকের অনুশীলন সেশনে। ওপেনার হিসেবে সৌম্য সরকার ফিরতে পারেন একাদশে। এদিকে অফ ফর্মে থাকা লিটন দাসকে ‘বিশ্রাম’ দিতে পারে আজ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর