আলোচিত ইমপ্যাক্ট সাব নিয়ে বিসিসিআইয়ের ভাবনা কি?
এবারের আইপিএলে রান তোলায় ছাড়িয়ে যাচ্ছে অন্যসব আসরকে। ২০০+ টার্গেট দিলে দলগুলো যেখানে জয় নিয়ে এক রকম নিশ্চিত হয়ে যেত। সেখানে ২৫০+ রানও তাড়া করে ফেলছে দলগুলো অনায়াসে। সানরাইজার্স হায়দরাবাদ তো পারলে তিনশই করে বসে। পরিস্থিতি এমন যে বোলাররা রীতিমতো ভয়ে কাঁপে বল হাতে নিয়ে।
হঠাৎ আইপিএলে এতো বেশি রানের জন্য উইকেটের সঙ্গে দায়ী করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকেও। যা নিয়ে এরইমধ্যে কথা বলেছেন অনেক ক্রিকেটার। সব মিলিয়ে এবারের আইপিএলের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইমপ্যাক্ট সাব। যা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। জানিয়েছেন ইমপ্যাক্ট সাব নিয়ে তার ভাবনার কথা।
তার আগে জেনে নেই ইমপ্যাক্ট প্লেয়ার আসলে কি? এই নিয়মে একাদশে থাকা একজন ক্রিকেটার, যিনি মাঠে ওই মুহূর্তে খেলছেন, তার পরিবর্তে একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড়কে মাঠে নামাতে পারবেন দলের অধিনায়ক। আর এই সুবিধা নিয়ে দলগুলো নিজেদের মতো করে বোলিং কিংবা ব্যাটিংয়ে শক্তি বাড়িয়ে নেয়। যাতে করে কার্যকারিতা হারাচ্ছে অলরাউন্ডারের ভূমিকা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কদিন আগেই সরাসরি এই নিয়মের বিপক্ষে কথা বলেছেন। তার সঙ্গে পরে সুর মিলিয়েছে অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, মাইক হেসন ও রিকি পন্টিংরা।
এ ব্যাপারে বিসিসিআইয়ের ভাবনা তুলে ধরে জয় শাহ বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার একটি পরীক্ষামূলক নিয়ম। আমরা এটি ধীরে ধীরে প্রয়োগ করেছি। এর সবচেয়ে বড় সুবিধা হল দুইজন বাড়তি ভারতীয় খেলোয়াড় প্রতিটি খেলায় সুযোগ পাচ্ছেন, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু এটি নিয়ে কথা হচ্ছে কাজেই আমরা খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারীদের সাথে পরামর্শ করব। এটি স্থায়ী কোনো নিয়ম নয়, আমার আমি বলছি না যে এটি উঠিয়ে নেওয়া হবে। আমরা দেখব বিষয়টি।’
জয় শাহ আরও বলেন, ‘আমরা দেখব এই নিয়ম খেলাটিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে কি না। তারপরও, যদি কোনো খেলোয়াড় মনে করে যে এটা ঠিক নয়, তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলব। কিন্তু কেউ এখনও আমাদের কিছু জানায়নি।’