প্লে-অফের জন্য কোহলিরা যে সমীকরণের সামনে দাঁড়িয়ে

প্লে-অফের জন্য কোহলিরা যে সমীকরণের সামনে দাঁড়িয়ে

আইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে প্লে-অফের রেসে টিকে গেছে দলটি। এ জয়ে দশ দলের আইপিএলে ১২ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু অবস্থান তালিকার ৭ নম্বরে। তবে প্লে-অফে খেলতে শীর্ষ চারে উঠতে হবে তাদের। বাকি মাত্র দুটি ম্যাচ। যেখানে কেবলই বড় ব্যবধানে জয়ই নয় প্লে-অফের কঠিন সমীকরণ মেলাতে চোখ রাখতে হবে বাকিদের ওপরও।

কোহলিদের সামনে প্লে-অফের সেই সমীকরণটা বেশ জটিল। প্লে-অফের আগে লিগ পর্বে সবমিলিয়ে এখনও ১২টি ম্যাচ বাকি। আর সেই ১২টি ম্যাচেই নজর রাখতে হবে কোহলিদের প্লে-অফ সমীকরণ মেলাতে। এরপরও কোহিল ভক্তদের জন্য হিসেব কষা যাক প্লে-অফের।

গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস; ম্যাচটি আজ রাতে মাঠে মাঠে গড়াবে। কোহলিদের সমীকরণ মেলাতে এ ম্যাচে গুজরাটকে জিততে হবে চেন্নাইয়ের বিপক্ষে। আর তাতে ১২ পয়েন্টেই আটকে থাকে চেন্নাই। অন্যদিকে গুজরাটের পয়েন্ট হবে তখন ১০।

কলকাতা-মুম্বাই; এ ম্যাচে যেই জিতুক তাকে খুব একটা লাভ বা ক্ষতি নেই বেঙ্গালুরুর। কেননা, কলকাতার প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে মুম্বাইয়ের বিদায়।

বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস: আগেই বলেছি বেঙ্গালুরুকে প্লে-অফে যেতে জিততেই হবে। কাজেই ম্যাচ জয়ের সঙ্গে রান রেটটাও বাড়িয়ে নিতে হবে তাদের। আর সেটি হলে কোহলিদের পয়েন্ট বেড়ে হবে ১২।

গুজরাট টাইটান্স-কলকাতা; এ ম্যাচও কোনো প্রভাব ফেলবে না বেঙ্গালুরু প্লে-অফের সমীকরণ মেলানোয়। কলকাতার নিশ্চিত হয়ে গেছে প্লে-অফ। তবে গুজরাট এ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট বেড়ে হবে ১২। সেক্ষেত্রে সামনের ম্যাচ জিতলে সুযোগ থাকবে তাদেরও।

দিল্লি-লক্ষ্ণৌ; সমীকরণের অংকে দিল্লি আগের ম্যাচে হারায় তাদের পয়েন্ট ১২তেই থমকে আছে। অন্যদিকে লক্ষ্ণৌয়েরও পয়েন্ট তাদের সমান ১২। কাজেই এই দুই দলের যেই জিতুক তখন তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১৪। তবে রান রেটটা কিছুটা কম থাকায় লক্ষ্ণৌ জিতলে কিছুটা সুবিধা হয় বেঙ্গালুরুর। সেক্ষেত্রে তাদের আবার প্রাথর্নায় থাকতে হবে যেন শেষ ম্যাচে কোনোভাবেই জিততে না পারে দলটি।

রাজস্থান-পাঞ্জাব; এই ম্যাচটিও কোনো প্রভাব ফেলবে না বেঙ্গালুরুর প্লে-অফের সমীকরণে।

হায়দরাবাদ-গুজরাট; গুজরাট যদি এ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দিতে পারে তবে তাদের পয়েন্ট বেড়ে হবে ১৪। যা হায়দরাবাদের সমান। অন্যদিকে হায়দরাবাদ জিতলে তারা প্লে-অফে চলে যাবে।

মুম্বাই-লক্ষ্ণৌ; এ ম্যাচে লক্ষ্ণৌয়ের হার চাইতে হবে বেঙ্গালুরুকে। সেই সঙ্গে প্রত্যাশা করতে হবে হারের ব্যবধানটা যেন বড় হয়।

বেঙ্গালুরু-চেন্নাই; এ ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। তখন তাদের পয়েন্ট হবে ১৪। অন্যদিকে শেষ দুই ম্যাচ হেরে ১২ তে আটকে থেকে বিদায় হবে চেন্নাইয়ের।

হায়দরাবাদ-পাঞ্জাব; সমীকরণ মেলাতে এ ম্যাচে হায়দরাবাদের হার কামনা করতে হবে বেঙ্গালুরুকে।

রাজস্থান-কলকাতা; যদি আগের সমীকরণগুলো মিলে যায়, এ ম্যাচ খুব একটা প্রভাব ফেলবে না বেঙ্গালুরুর প্লে-অফের সমীকরণ মেলাতে। তবে এ ম্যাচে জয় পরাজয় ঠিক করে দেবে বেঙ্গালুরু কাদের বিপক্ষে প্লে-অফ খেলবে।

অর্থাৎ এই সমীকরণ মিললে প্লে-অফ নিশ্চিত হবে বেঙ্গালুরুর। বেঙ্গালুরু ছাড়া প্লে-অফের বাকি তিনটি দল হবে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ/গুজরাট ও বেঙ্গালুরু।

 

সম্পর্কিত খবর