টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে আজ মিরপুরে মাঠে নেমেছে নাজমুল শান্তর দল। যেখানে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ৩টি।
এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। সেই সঙ্গে বিশ্রাম পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন লিটন দাস। তাদের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, ১০ মাস পর দলে ফিরেছেন সাকিব আল হাসান। লিটনের জায়গায় ওপেনিংয়ে ফিরেছেন চোট থেকে ফেরা সৌম্য সরকার।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে প্রস্তুতি সারছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে দাপট দেখালেও ধুঁকতে হয়েছে ব্যাটিংয়ে। শেষ ম্যাচে তো বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল দলটি। ১৬৫ রানের লক্ষ্য ৯ রানের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে তাই জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশকে।
সিরিজ হার নিশ্চিত হলেও ব্যবধান কমাতে চায় সফরকারীরা। কেননা, এ ম্যাচেও হারলে যে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে যাবে সিকান্দার রাজার দল। তাই এ ম্যাচে জিতে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো আগে নিশ্চিত করতে চায় দলটি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, সাকিব আল হাসান, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।