ছোট পুঁজিতেও জয়ের লড়াই বাংলাদেশের
বাংলাদেশের সংগ্রহটা ছুঁতে পারত দুইশও। তবে সেটা শেষ পর্যন্ত দেড়শ রানের নাগালও পায়নি। জিম্বাবুয়ের সামনে লক্ষ্যটা ১৪৪ রানের। তাই যা করার বোলিংয়ে করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশি বোলারও অবশ্য সেই লক্ষ্য নিয়েই বল করছে। নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছে জিম্বাবুয়েকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯.৩ ওভার শেষে ৪ উইকেটে ৫৭ রান। শেষ ৬ বলে আরও ৮৭ রান করতে হবে তাদের।
এদিন বল হাতে ইনিংসের প্রথম ওভারেই দলকে সাফল্য এনেদেন তাসকিন আহমেদ। শূন্য রানে ফেরান ব্রায়ান বেনেটকে। এরপর চাপ সামাল দিতে নেমে অধিনায়ক সিকান্দার রাজা কিছু দূর খেলে সাজঘরে ফেরেন ১০ বলে ১৭ রান করে। তাসকিনের দ্বিতীয় শিকার হন তিনি। এরপর সাকিব এসে ফেরান মারুমানিকে। ৩২ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
এর আগে, সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ মিরপুরে চতুর্থ ম্যাচে এসে ব্যাটিংয়ে স্বপ্নের মতো শুরু পায়। তামিম-সৌম্যর জুটিতে আসে ১০১ রান। দলীয় ১১ ওভারে ১০০ ছুঁই বাংলাদেশ। যদিও পরে সেটা ধরে রাখতে পারেনি বাকিরা। ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।