ডাচ চোখরাঙানি এড়িয়ে প্রথম জয় পেল শ্রীলঙ্কা
ডাচরা আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে স্তব্ধ করে দিয়েছিল রীতিমতো। সেই দলটাই আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার, যারা টুর্নামেন্টে জিততে পারেনি একটা ম্যাচেও। ম্যাচে ডাচরা শ্রীলঙ্কাকে চোখরাঙানিও দিচ্ছিল। তবে সেটা সামলে লঙ্কানরা ম্যাচটা জিতেছে, ৫ উইকেটের এই জয় তাদের এনে দিয়েছে এবারের বিশ্বকাপের প্রথম পয়েন্টটাও।
ডাচদের দেয়া ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো করেনি শ্রীলঙ্কা। দলীয় ৫১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপরই দলের হাল ধরেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাউইক্রমা। তিনি দুই ব্যাটার চারিথ আসালাঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে মিলে গড়েন যথাক্রমে ৫২ এবং ৭৭ রানের জুটি। যার ফলে শেষের দিকে জয়ের মুখ দেখতে বেগ পেতে হয়নি তাদের। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সাদিরা।
ডাচদের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন অফস্পিনার আরিয়ান দত্ত।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে দুই ব্যাটার সাইব্রান্ড অ্যাঙ্গেলব্রেখত এবং লোগান ভান বিকের হাফসেঞ্চুরির উপর ভিত্তি করে ২৬২ রানের লড়াকু পুঁজি পায় নেদারল্যান্ডস। লঙ্কানদের হয়ে এদিন কাসুন রাজিথা এবং দিলশান মাধুশাঙ্কা উভয়েই নিয়েছেন ৪টি করে উইকেট।