বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের 

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের 

চলতি বছরের শেষ দিকে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির ফিউচার ট্যুর প্রোগামসের (এফটিপি) অংশ হিসেবে বিষয়টি আগে থেকেই জানা গেলেও সিরিজের প্রায় সাড়ে ছয় মাস আগে সূচি ঘোষণা করলো ক্যারিবীয়রা। 

আগামী ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 

চলতি বছরের শেষ অর্ধে নিজেদের মাঠে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে তারা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক পোস্টে বাংলাদেশসহ এই তিন দলের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছেন উইন্ডিজ ক্রিকেট। 

বিশ্বকাপের ঠিক আগে চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয়রা। পড়ে বিশ্বকাপ শেষে আগামী আগস্টে খেলবে দুটি টেস্ট এবং ফের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। পরে ৩১ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ এবং আলাদাভাবে দুটি ও তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর চার দিন পরই আতিথ্যেয়তা দেবে বাংলাদেশকে। 

২২ নভেম্বর অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে সিরিজের প্রথম টেস্টটি। পরে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। এরপর সেন্ট কিটস ও নেভিসে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিনটি ওয়ানডে এবং সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। 

সম্পর্কিত খবর