টেস্টকে বিদায় বলছেন অ্যান্ডারসন
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে প্রবীণ ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। তার সমসাময়িক ক্রিকেটার এখন আন্তর্জাতিক ক্রিকেটে নেইয়ের কোঠায়। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী পেসার জেমস অ্যান্ডারসন এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, আসছে ‘ইংলিশ সামার’ শেষেই টেস্টকে বিদায় বলবেন তিনি।
ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম গেল সপ্তাহে দেশটিতে পা রেখেই দেখা করেছেন অ্যান্ডারসনের সঙ্গে। গলফ খেলতে খেলতে তিনি বর্ষীয়ান এই পেসারকে জানিয়েছেন তিনি ২০২৫-২৬ অ্যাশেজের কথা ভেবে দল গড়তে চান। আর তাতেই ৪১ বছর বয়সী এই পেসার পেয়ে গেছেন নিজের বার্তাটা।
চলতি বছরের শুরুতে প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন অ্যান্ডারসন। যে সিরিজে এই মাইলফলক ছুঁয়েছেন সেই ভারত সফরে তিনি ৭ ইনিংস বল করেছেন মোটে ১১০ ওভার। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে গেল গ্রীষ্মে ধুঁকেছেন তিনি, ৮৫.৪০ গড়ে পেয়েছিলেন ৫ উইকেট।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শেষে ৪২ এ পা দেবেন অ্যান্ডারসন। আগস্টের শেষে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। শেষ ম্যাচটা হবে ওল্ড ট্র্যাফোর্ডে, তার ঘরের মাঠে। সেই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি।
ল্যাঙ্কাশায়ারের হয়ে চলতি গ্রীষ্মে এখনও তিনি মাঠে নামেননি। গেল মাসে বলা হয়েছিল চলতি মে’র শেষের আগে তার মাঠেও নামা হবে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করছেন তিনি।