টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ার ৩ উইকেট দূরে সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২০ দিন। হাইব্রিড মডেলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথম চারটিতেই জয় তুলে নিয়েছে শান্ত-তাসকিনরা।
সেই সিরিজের শুরুর তিন ম্যাচে দলে না থাকলেও শেষ দুই ম্যাচের দলে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেই ফিরলেন প্রায় ১০ মাস পর। ফিরেই গতকালের ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। এরমধ্যে শেষ ওভারে জোড়া উইকেট শিকারে দলকে এনে দিয়েছেন জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার মূলপর্বেই খেলবে ২০ দল। সেটির জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করলেও এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে সব ঠিকঠাক থাকলে নিশ্চিতভাবেই টুর্নামেন্টটিতে অংশ নিবেন সাকিব। সেখানেই অনন্য এক ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ম্যাচে সাকিবের উইকেটের সংখ্যা ৪৭। স্বল্প এই ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের তালিকায় আছেন শীর্ষে। অর্থাৎ, আর ৩ উইকেট পেলেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক ছুবেন সাকিব। সর্বোচ্চ উইকেটের তালিকায় এই বিশ্বকাপে অংশ নেওয়া হিসেবে সাকিবের পরে আছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। তিনি অষ্টম অবস্থানে থাকলেও মাঝের পাঁচজন নিয়েছেন অবসর এবং অশ্বিন নেই বিশ্বকাপের দল। বিশ্বকাপে ১৬ ম্যাচে হাসারাঙ্গার উইকেট ৩১। এতে উইকেটের ফিফটির সবার আগে গড়তে পারেন সাকিবই।
৪৭ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে বিশ্বকাপে ৩৬ ম্যাচে ৭৪২ রানও করেছেন সাকিব। যা বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ এবং সব মিলিয়ে আছেন অষ্টম অবস্থানে।
এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আসর ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত দুই খেলা ক্রিকেটারের মধ্যে একজন হবেন সাকিব। আরেকজন ভারতের রোহিত শর্মা।