নিজেকে হারিয়ে খুঁজছেন শান্ত
২৪ বলে ২১; ১৫ বলে ১৬; চার বলে ছয় এবং সাত বলে দুই। সবমিলিয়ে চলমান জিম্বাবুয়ে সিরিজে নাজমুল হোসেন শান্তর চার ইনিংসে ৪৫ রান। বল খেলেছেন ৫০ টা। স্ট্রাইক রেট ৯০.০০।
এর আগে শ্রীলঙ্কা সিরিজে ২২ বলে ২০। ছয় বলে এক এবং আরেকটা ম্যাচে ফিফটি। তবে সেখানেও ছয় মেরে ইনিংস শেষ করার আগে রান ছিলো ৩৭ বলে ৪৭।
গেলো সাত ইনিংসে ওই একটা ফিফটি বাদ দিলে, পুরো বছরে ছয় ইনিংসে শান্তর রান ৬৬। যেটার জন্য বল খেলেছেন ৭৮ টা। স্ট্রাইক রেট ৮৪। আর গড় ১১। সেই ফিফটি সহ সবমিলিয়ে সাত ইনিংসে ১১৯ রান। স্ট্রাইক রেট মাত্র ১০২।
রান করতে পারছেন না। উইকেটে সেট হলেও ইনিংস বড় হচ্ছে না। উল্টো ইনিংস বড় করতে গিয়ে বল খেলছেন রানের চেয়েও বেশি। যেটাতে প্রেশার পড়ছে দলে। শান্তর এমন ব্যাটিং বাড়াচ্ছে অন্যপ্রান্তের ব্যাটার এবং দলের নিচের দিকে ব্যাটারদের।
বিশ্বকাপের আগে যেখানে ভক্তরা নতুন ক্যাপ্টেনকে নিয়ে আশায় থাকবেন, সেখানে, উল্টো শান্তকে এমন পারফর্ম্যান্সের জন্য দলে জায়গা নিয়েই প্রশ্নের বানে ভাসতে হচ্ছে।
পরিসংখ্যান বলে বিশ্বকাপের বিশজন ক্যাপ্টেনের মধ্যে শান্তর স্ট্রাইক রেটই সবচাইতে কমের দিক থেকে দ্বিতীয়। অর্থাৎ বিশের মধ্যে শান্ত আছেন উনিশে। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার স্ট্রাইক রেট ১১০। চলতি বছর সেটা ১০২.৫৮। জাতীয় দলে বিশেষ করে টি-টোয়েন্টিতে শান্তর পারফর্ম্যান্স দেখে একটা প্রশ্ন চলেই আসে, শান্ত'র কাজ কি এই ফরম্যাটে শুধুই টস আর ফিল্ডিং?