‘প্রতিশোধ’ নিয়েই লিগ জয়ের রেকর্ড বসুন্ধরার

‘প্রতিশোধ’ নিয়েই লিগ জয়ের রেকর্ড বসুন্ধরার

ম্যাচের আগে সমীকরণটা ছিল এমন– জিতলেই টানা পঞ্চম লিগ শিরোপা উঠবে ট্রফি কেসে, পয়েন্ট খোয়ালে অপেক্ষাটা বেড়ে যাবে। তবে প্রতিপক্ষটা মোহামেডান বলেই হয়তো, বসুন্ধরা কিংসের সামনে জয়টাই ছিল প্রধান লক্ষ্য। এবারের লিগে বসুন্ধরার হার মোটে একটা, সে ‘উপহার’টা কোচ অস্কার ব্রুজনের দল পেয়েছিল মোহামেডানের কাছ থেকে। গেল ফেব্রুয়ারিতে বসুন্ধরার মাটিতে তাদের হারিয়ে তাদের অপরাজেয় যাত্রা রুখে দিয়েছিল সাদা কালোরা।

ফিরতি লেগে লিগ জেতার সমীকরণটাও এসে গিয়েছিল এক বিন্দুতে। বসুন্ধরা কিংস সে সমীকরণটা মিলিয়ে ফেলল। মোহামেডানকে হারাল ২-১ গোলে। লিগের এ পর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল কোচ আলফাজ আহমেদের মোহামেডান, আজ এই হারে ‘হারাধনের শেষ ছেলেটাও’ গেল হারিয়ে। তাতে বসুন্ধরাও মাতল টানা পঞ্চম লিগ জেতার আনন্দে। সঙ্গে রেকর্ডের তৃপ্তি তো ছিলই, এমন নজির যে বাংলাদেশের ফুটবলে নেই আর একটিও!

আজ শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বসুন্ধরা ছড়ি ঘুরিয়েছে মোহামেডানের ওপর। ১৯ মিনিটে এল প্রথম গোলটা। মোহামেডানের রক্ষণকে ফাঁকি দিয়ে মিগেল দামাসেনোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোল করেন দরিয়েলতন গোমেজ। সেই এক গোলই বসুন্ধরাকে এগিয়ে রেখে বিরতিতে নিয়ে যায়। 

দ্বিতীয়ার্ধেও বসুন্ধরা ছিল ম্যাচের সেরা দল। ৫২ মিনিটে অস্কার ব্রুজনের দল দ্বিতীয় গোলের দেখা পায়। মোরসালিনের কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে যাওয়া দরিয়েলতন গোল পেয়ে যান হেড করে।

দুই গোল হজম করে যেন জেগে ওঠে মোহামেডান। ৬৬ মিনিটে পেয়ে যায় গোলও। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে মিনহাজুল আবেদিন বাল্লু। সেই গোলের পর আরও আক্রমণ শানিয়েছে বসুন্ধরা। তবে সমতাসূচক গোলটার দেখা আর পায়নি। ফলে বসুন্ধরা ম্যাচটা জেতে ২-১ গোলে, মাতে শিরোপার উৎসবে। 

সম্পর্কিত খবর