শেষ ম্যাচে কেমন হবে বাংলাদেশ একাদশ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বেশিরভাগ দলই ঘোষণা করে ফেলেছে। বাকি আছে বাংলাদেশ। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যেতে পারে কালই। তবে তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সিরিজে ইতোমধ্যে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে দল। তবে দলের ব্যাটিং নিয়ে অস্বস্তিটা কাটছে না আদৌ। সিরিজের শুরুর তিন ম্যাচে ওপেনাররা ব্যর্থ হয়েছিলেন। তবে মিডল অর্ডার ভালো করেছিল। চতুর্থ ম্যাচে এসে ওপেনিং যেই না জ্বলে উঠল, মিডল অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রীতিমতো। শেষ ম্যাচে সেটা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ পড়ে আছে বাংলাদেশের সামনে।
এই ম্যাচে দুটো পরিবর্তন আসার সম্ভাবনা আছে দলে। টানা চারটি ম্যাচ খেলা তাসকিন আহমেদকে পাঠানো হতে পারে বিশ্রামে। তার জায়গায় মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে পারেন একাদশে।
আরও একটা জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে আজ। স্পিনার তানভীর ইসলামকে বসিয়ে মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আসা হতে পারে এই ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।