হোয়াইটওয়াশ মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম চার ম্যাচে জিতেছে বাংলাদেশ। তবে প্রত্যেক ম্যাচেই ব্যাটিং নিয়ে বাড়তি অস্বস্তি দলের সঙ্গী হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাই হোয়াইটওয়াশ তো আছেই, সে অস্বস্তিটা কাটানোও বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের সামনে। 

ওদিকে জিম্বাবুয়ের সবচেয়ে বড় মিশন হোয়াইটওয়াশ এড়ানো। বাংলাদেশে এ যাত্রায় পা রাখার পর থেকে সফরকারীরা জয়ের দেখা পায়নি। অধরা সেই জয়টা তুলে নিয়ে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পাওয়ার মিশনে আজ নেমেছে জিম্বাবুয়ে।

সিরিজের শেষ দিনে এসে টসভাগ্যটাকে সঙ্গে পেয়েছেন সফরকারী অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

গত রাতে স্পোর্টস বাংলার পূর্বানুমান বলছিল একাদশে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ আর মোহাম্মদ সাইফউদ্দিন, তাদের জায়গা করে দেবেন তানভীর ইসলাম ও তাসকিন আহমেদ। আজ ম্যাচের একাদশও বলছে তাই। তবে বাড়তি আরও একটা পরিবর্তন আছে স্বাগতিক দলে। তানজিম সাকিব বিশ্রামে গেছেন, তার জায়গায় দলে এসেছেন শেখ মেহেদী। 

এদিকে জিম্বাবুয়ে দলে আছে একটি পরিবর্তন। পেসার রিচার্ড এনগারাভা বাদ পড়েছেন একাদশ থেকে। দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ শন উইলিয়ামস। 

বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ-
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংওয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

সম্পর্কিত খবর